রাজধানীতে ছিতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত কলেজ শিক্ষক

প্রতীকী ছবি
রাজধানীর পল্টনের হাউস বিল্ডিংয়ের কস্তরী হোটেলের সামনে ছিতাইকারীর ছুরিকাঘাতে সোনারগাঁও মহিলা কলেজের শিক্ষক মো. মামুন মাহমুদ (৫৪) গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৫ এপ্রিল) রাত পৌনে আটটার দিকে এই ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় মামুন মাহমুদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন।
আহতের সহকর্মী মো. ইউসুফ আলী জানান, মামুন মাহমুদ পল্টনের হাউস বিল্ডিংয়ের মোড়ে কস্তুরী হোটেলের সামনে পায়ে হেঁটে যাওয়ার সময় ছিনতাইকারী তাকে আটকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে। বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে। পরে পথচারীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
বর্তমানে মামুন মাহমুদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মো. ইউসুফ আলী আরও জানান, এই ঘটনায় ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যাওয়ার সময় পাবলিকে তাকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।
ইউসুফ আলী আরও জানান, মাহমুদের বাসা নারায়ণগঞ্জে। জেলার সিদ্ধিরগঞ্জের মৃত নাজির আহমেদের ছেলে তিনি। মো. মামুন মাহমুদ সোনারগাঁও মহিলা কলেজে অধ্যাপক হিসেবে কর্মরত বলেও জানান তার সহকর্মী।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলাম জানান, পল্টনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে একজন আহত হন। ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যাওয়ার সময় পাবলিকের গণধোলাইয়ের শিকার হয়। পরে আমরা আহত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে ভর্তি করেন। তার নাম এখনো জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, পল্টন এলাকা থেকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক অধ্যাপক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক।
এএইচ/এসএ/
