পুলিশের বিরুদ্ধে ২ যুবককে লাঞ্চনার অভিযোগ

রাজধানীর বনানী এলাকার পুরাতন রেল স্টেশনের বিপরীতে পুলিশ বক্সের সামনে প্রাইভেটকারের দুই যুবককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।
সোমবার (২৫ এপ্রিল) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে।
লাঞ্ছিত এই দুই যুবককের মধ্যে এক জনের নাম তুর্য ও অন্যজনের নাম মুজিব। তারা বনানী যাচ্ছিলেন। আহত হবার পর মুজিব, তূর্যকে প্রাইভেটকারে তুলে হাসপাতালে নিয়ে যায়।
এ সময় ওই দুই যুবক অভিযোগ করে বলেন, প্রথমে তাদের প্রাইভেটকারে একটি বাস ধাক্কা দেয়। পরে তারা প্রতিবাদ করলে ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ জুয়েল ও এসআই ফরিদ এসে তাদের উপর আক্রমণ করে। ‘এরপর আমরা প্রতিবাদ করে গাড়ির গ্লাসের চড় থাপ্পড় দিতে থাকি যার কারণে আমার হাত কেটে যায়’।
তারা জানান, এ ঘটনায় তারা দুজনেই ট্রাফিক পুলিশ ফরিদ ও ড্রাইভার আরাফাতের আক্রমণের শিকার হয়েছে এবং তারা আহতও হয়েছেন।
ওই দুই যুবক অভিযোগ করে আরও বলেন, ‘ট্রাফিক পুলিশ বিনা অপরাধে কেন অন্য মানুষের পক্ষ নিয়ে আমাদের গায়ে হাত তুলবে? এর বিচার চাই।’
এ বিষয়ে জানতে চাইলে এসআই ফরিদ বলেন, আমার সামনে ঢাকা মেট্রো-ব ১২০৫৬৯ নম্বরের একটা গাড়ির ড্রাইভারের সঙ্গে ওই দুই (যুবক) প্রাইভেটকারের লোকের সঙ্গে ঝামেলা হয়, এরপর তারা বিশৃঙ্খলা তৈরি করে। পরে বিষয়টি মীমাংসা করতে গিয়ে ২ যুবককে মারধর না করে মীমাংসা করার চেষ্টা করি। এরপর তারা আমার উপর ক্ষুব্ধ হয়ে ওঠে।
ওই দুই যুবকের অভিযোগ পুলিশ ও বাসের ড্রাইভার মিলে তাদের কিল ঘুষি মেরেছেন। এ কারণে তাদের শরীরে রক্ত পড়ছে।
এ বিষয়ে জানতে চাইলে ঘটনাস্থলে ডিউটিরত ট্রাফিক পুলিশের সদস্য জুয়েল বলেন, ওই ২ যুবককে লাঞ্চিত নয় ওদের পিটানো উচিত ছিল। ওরা চলে গেল কেন? ওদের থানায় দেওয়া উচিত।
কেএম/এমএমএ/
