তেঁতুলতলা মাঠে থানা স্থাপনের কাজ চলছেই

রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানা স্থাপনের বিরুদ্ধে আন্দোলন চললেও থানার ভিত্তি স্থাপনের কাজ বন্ধ হয়নি। কাজ বন্ধ করার ব্যাপারে ঠিকাদার কোম্পানিকে কিছু জানায়নি পুলিশ।
সোমবার (২৫ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায় পুলিশের উপস্থিতিতে নির্মাণ কাজ অব্যাহত রয়েছে।
রাজমিস্ত্রিরা বলছেন, পুলিশের পক্ষ থেকে আমাদের কাজ বন্ধ করতে বলা হয়নি, এজন্য আমরা কাজ চলমান রেখেছি ।
রাজমিস্ত্রি সোহেল ঢাকাপ্রকাশকে বলেন, পুলিশ তো আমাদের কাজ বন্ধ করতে বলে নাই, আমরা কেন কাজ বন্ধ করব। আন্দোলন চলছে কিন্তু আপনারা কাজ বন্ধ রাখেননি কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এলাকাবাসী নয়, পুলিশ বললে আমরা কাজ বন্ধ করব।
রাজমিস্ত্রি মিয়া হোসেন বলেন, আমাদেরকে কাজ চলমান রাখতে বলেছে পুলিশ। কাজ করছি, কাজ করলে টাকা পাব।
এ বিষয়ে জানতে চাইলে কলাবাগান থানার অপারেশন ওসি জাফর বলেন, কাজ বন্ধ করার বিষয়ে আমরা উপরের কোনো নির্দেশনা পাইনি, এজন্য কাজ চলমান রেখেছি। নির্দেশনা পেলে কাজ বন্ধ করে দেব।
রাজধানীর কলাবাগানের সাধারণ মানুষ ক্রীড়া, সাংস্কৃতিক কাজের জন্য তেঁতুলতলা মাঠটি ৪০ বছর ধরে ব্যবহার করে আসছে। এলাকাবাসীর অভিযোগ, মাত্র দু'বছর আগে কলাবাগান থানার পক্ষ থেকে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়। আর শনিবার (২৩ এপ্রিল) রাতে এবং রবিবার ২৪ (এপ্রিল) সকাল থেকে থানা স্থাপনের কাজ শুরু করে পুলিশ। এ কাজে বাধা দেওয়ায় আন্দোলনকারী ও সমাজকর্মী সৈয়দা রত্না ও তার ছেলে ইসা আব্দুল্লাহকে আটকের পর ছেড়ে দেয় পুলিশ।
কেএম/আরএ/
