তেঁতুলতলা মাঠ রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তেঁতুলতলা খেলার মাঠ রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে। একই সঙ্গে তেঁতুলতলা মাঠে থানা নয়, মাঠ সংরক্ষণ করতে হবে এই মর্মে পুলিশি হয়রানির নিরপেক্ষ তদন্ত দাবি জানানো হয়।
সোমবার (২৫ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনের আয়োজন করেছে- এএল আরডি, বাপা, বেলা, আসক, ব্লাস্ট, নিজেরা করি, নাগরিক উদ্যোগ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, নারীপক্ষ, গ্রীন ভয়েজ হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি ও টিআইবি। সংবাদ সম্মেলনে প্রতিটি সংগঠন থেকে প্রতিনিধি উপস্থিত ছিলেন।
স্থপতি ইকবাল হাবিব তার লিখিত বক্তব্যে বলেছেন, 'আমাদের স্পষ্ট দাবি হচ্ছে তেঁতুল তলার মাটি উন্মুক্ত স্থান হিসেবে রাখতে হবে এবং মাঠের থানা স্থাপনের চলমান সকল কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে। মাঠে থানা বা অন্য কোনো স্থাপনা হবে না। মাঠে শিশুরা খেলবে, কলাবাগান থানা ঢাকা দক্ষিণ সিটি করোপোরেশন ও রাজউককে অনতিবিলম্বে সেই প্রতিশ্রুতি প্রদান করতে হবে। একইসঙ্গে সৈয়দা রত্না ও তার নাবালক পুত্রসহ পরিবারের অন্যান্য সদস্য ও এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।'
তিনি বলেন, 'আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই কলাবাগান থানা কর্তৃপক্ষ কর্তৃক সৈয়দা রত্না ও তার নাবালক পুত্রকে কোনোরকম আইনি প্রক্রিয়া অনুসরণ না করে, কোনো আইনসিদ্ধ অভিযোগ ছাড়া দীর্ঘতর ১৩ ঘণ্টারও বেশি সময় আটক রাখা দেশের সংবিধান ও আইনের জন্য ন্যাক্কারজনক ও বেআইনি।'
'নাগরিকদের ন্যূনতম বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক চর্চার অধিকার ও মানবাধিকারের বিরুদ্ধে কলাবাগান থানা কর্তৃপক্ষের এমন অভিযোগ গ্রহণের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর জন্য দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।'
আরও পড়ুন- তেঁতুলতলা মাঠে থানা হবে কি না আলোচনা করে সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
গতকাল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খেলার মাঠ রক্ষায় আন্দোলন করতে পারবেন না এই মর্মে এ আন্দোলনের প্রধান সমন্বয়কারী সৈয়দা রত্নার মুচলেকা নেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন 'নিজেরা করি' সংগঠনের প্রধান নির্বাহী খুশি কবীর, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম-সাধারণ সম্পাদক স্থপতি মোবাশ্বের, উদীচীর সহ-সভাপতি মামুন সেলিম প্রমুখ।
টিটি/
