বিকল্প মাঠ না দিলে থানা ভবন নির্মাণ করতে দেওয়া হবে না: রিজওয়ানা হাসান

শিশুদের জন্য বিকল্প মাঠ না দিলে কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানা ভবন নির্মাণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, আশাকরি পুলিশের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি নজরে এসেছে, তারা ওই মাঠে থানা ভবন করা থেকে বিরত থাকবেন।
তিনি বলেন, এ মাঠ রক্ষার আন্দোলনে সক্রিয় হওয়ায় রোববার (২৪ এপ্রিল) ১২ ঘণ্টা কলাবাগান থানায় আটকে রাখা হয় সৈয়দা রত্না এবং তার কলেজপড়ুয়া ছেলে ইশা আব্দুল্লাহকে।
সোমবার (২৫ এপ্রিল) কলাবাগান থানার সামনে তিনি এ কথা বলেন।
রোববার (২৪ এপ্রিল) সকাল ১১টার দিকে মা–ছেলেকে ধরে নিয়ে যায় কলাবাগান থানা পুলিশ। খবর পেয়ে দুপুর ২টার দিকে স্কয়ার হাসপাতালের উল্টো দিকের ওই মাঠে যান সৈয়দা রিজওয়ানা হাসানসহ মানবাধিকারকর্মীরা। পরে রাতে স্থানীয়দের সঙ্গে কলাবাগান থানার সামনে অবস্থান নিয়ে মা–ছেলের মুক্তির দাবিতে বিক্ষোভ করেন তারা।
তাদের বিক্ষোভের মুখে রাত পোনে ১২টার দিকে থানা থেকে মুক্তি পান সৈয়দা রত্না ও তার ছেলে।
এ সময় সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘শিশুদের জন্য বিকল্প খেলার মাঠের সন্ধান না দিলে ওই মাঠে থানার ভবন নির্মাণ করতে দেওয়া হবে না। প্রয়োজনে আন্দোলন করে থানা ভবনের কাজ বন্ধ করে দেওয়া হবে।’
তিনি বলেন, ‘জনমতের প্রতি শ্রদ্ধা রেখে পুলিশ রত্না আপা ও তার ছেলেকে যেভাবে ছেড়ে দিয়েছে, তেমনি ওই মাঠে থানার ভবন নির্মাণ থেকে পুলিশ সরে আসবে বলে আমি আশা করছি। ওই এলাকায় শিশুদের জন্য খেলার মাঠ একটিই। বিকল্প মাঠের সন্ধান না দিলে সেখানে থানার ভবন নির্মাণ করতে দেওয়া হবে না। এজন্য আন্দোলন চলবে।’
কেএম/এসএন
