৪০ বছর ধরে তেঁতুলতলা মাঠ ব্যবহার করছে মানুষ

তেঁতুলতলা মাঠ এখন পুলিশের দখলে
রাজধানীর কলাবাগানের সাধারণ মানুষ ক্রিড়া, সাংস্কৃতিক কাজের জন্য তেঁতুলতলা মাঠটি ৪০ বছর ধরে ব্যবহার করে আসছে বলে জানা গেছে। এলাকাবাসীর অভিযোগ, মাত্র দু'বছর আগে কলাবাগান থানার পক্ষ থেকে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়। আর শনিবার (২৩ এপ্রিল) রাতে এবং রবিবার ২৪ (এপ্রিল) সকাল থেকে থানা স্থাপনের কাজ শুরু করে পুলিশ। এ কাজে বাধা দেওয়ায় আন্দোলনকারী ও সমাজকর্মী সৈয়দা রত্না ও তার ছেলে ইসা আব্দুল্লাহকে আটকের পর ছেড়ে দেয় পুলিশ। পুলিশের এমন আচারণে উদ্বেগ প্রকাশ করেছে সাধারণ মানুষ।
তাদের ১২ ঘণ্টা আটকের পর, সারাদেশে এ বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। এ নিয়ে সুশীল সমাজ ও সাধারণ মানুষ বলছে, থানা নয়, শিশু-কিশোরদের খেলার মাঠ চাই।
এই এলাকায় ৭০ বছর ধরে বসবাসরত বৃদ্ধ আব্দুর রশিদ মিঞা বলেন, পুলিশ জোর করে এই মাঠে থানা স্থাপন করছে। ৪০ বছর ধরে জায়গাটি পড়ে আছে। সরকার এটি কিভাবে দিল, এটা মালিকানা জায়গা, মালিক রেখে কোথাও চলে গেছেন, তবে মালিককে আমরা কখনো দেখিনি।
স্থানীয় বৃদ্ধ সৈয়দ আবুল হোসেন বলেন, এই জমিতে থানা স্থাপন করার কাগজপত্র পুলিশের আছে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ হয়। তিনি বলেন, পুলিশ গুন্ডামি করে এখানে থানা স্থাপন করছে।
এই এলাকায় বসবাসরত ৫০ বছর বয়সী কুলসুম বেগম জানান, ৪০ বছর ধরে আমরা এখানে এই খেলার মাঠটি দেখে আসছি। এটা অত্র এলাকার মানুষের জমি। এটাতো সরকারি জমি না। এখন এখানে কেন থানা করা হবে। এই থানা সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করছি।
এদিকে সুশীল সমাজের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, পুলিশের এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে সংশ্লিষ্ট ব্যক্তিদের শাস্তির আওতায় আনা হোক।
আরও পড়ুন>>>
মাঠ রক্ষায় প্রতিবাদ: ১২ ঘণ্টা পর মুক্তি মিলল মা-ছেলের
আটক হওয়ার আগে ফেসবুক লাইভে যা বলছিলেন রত্না
রত্না আটক: উদীচীসহ বিভিন্ন সংগঠন প্রতিবাদ
কলাবাগানে মাঠ রক্ষায় আন্দোলনকারী রত্নাকে তুলে নিল পুলিশ
কেএম/আরএ/
