তেঁতুলতলা মাঠে প্রতিবাদ সমাবেশ আহ্বান

কলাবাগান থানা হাজতে প্রিয়াংশু ও তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক সৈয়দা রত্না
কলাবাগান এলাকার তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী সৈয়দা রত্না ও তার কিশোর সন্তানকে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ আহ্বান করেছে কয়েকটি সামাজিক সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠন।
সোমবার (২৫ এপ্রিল) তেঁতুলতলা মাঠে বেলা ৩টায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে উদীচীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উদীচী ছাড়াও বাপা, বেলা, নিজেরা করি, গ্রীন ভয়েসসহ অন্যান্য সামাজিক ও পরিবেশবাদী সংগঠন সম্মিলিতভাবে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবে বলে জানানো হয়েছে।
কলাবাগানে শিশুদের খেলার জন্য উন্মুক্ত তেঁতুলতলা মাঠে কলাবাগান থানা ভবন নির্মাণের প্রতিবাদ করায় তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক সৈয়দা রত্না ও তার কিশোর সন্তান প্রিয়াংশুকে আটক করে নিয়ে যায়। প্রায় ১০ ঘণ্টা পর রাতে তাদের নামে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন : আটক হওয়ার আগে ফেসবুক লাইভে যা বলছিলেন রত্না
উদীচীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ‘রত্না ও তার কিশোর ছেলেকে আটকের প্রায় ১০ ঘণ্টা অতিবাহিত হবার পরেও পুলিশের পক্ষ থেকে কোন আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যাচ্ছে না। বার বার চেষ্টা করার পরেও পরিবারের কারো সাথে দেখা করতেও দেয়া হচ্ছে না।’
এদিকে, রত্নাকে আটকের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান অধিকারকর্মী খুশি কবির, পরিবেশ আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, বেলার সংগঠক আলমগীর কবির, আইন ও সালিশ কেন্দ্রের আবু আহমেদ ফয়জুল কবিরসহ বিভিন্ন সংগঠনের নেতারা। তারা ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ করেন।
আরও পড়ুন : রত্না আটক: উদীচীসহ বিভিন্ন সংগঠনের প্রতিবাদ
একজন নারী ও তার কিশোর সন্তানকে আটক করে রাখার প্রতিবাদে এবং তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে ২৫ এপ্রিল সোমবার সকাল ১১ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনী মিলনায়তনে উদীচী, বাপা, বেলা, নিজেরা করি, গ্রীন ভয়েস-এর পক্ষ থেকে যৌথ সংবাদ সম্মেলন ও বিকাল ৩ টায় তেঁতুলতলা মাঠে প্রতিবাদী সমাবেশ আহবান করা হয়েছে।
সাংস্কৃতিক সংগঠন উদীচীর কর্মী রত্নার নেতৃত্বে স্থানীয় একদল ওই মাঠটি রক্ষার আন্দোলন চালিয়ে যাচ্ছিল। তাদের দাবি স্বাধীনতার পর থেকে এই তেঁতুলতলা মাঠ শিশু-কিশোরদের খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। পুলিশ কর্তৃপক্ষ বলছে, ওই স্থানটি কলাবাগান থানা ভবনের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।
এপি/
