তেঁতুলতলা মাঠ রক্ষার আন্দোলনকারী রত্নার নামে মামলা

ঢাকার কলাবাগানের তেঁতুলতলা মাঠ রক্ষার অন্যতম আন্দোলনকারী ও সমাজকর্মী সৈয়দা রত্নাকে গ্রেপ্তার দেখিয়েছে কলাবাগান থানা পুলিশ। তার নামে পুলিশের কাজে বাধা দেওয়ায় অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
রবিবার (২৪ এপ্রিল) সকালে তেঁতুলতলা মাঠে উপস্থিত হয়ে ফেসবুকে লাইভে প্রতিবাদ করার সময় তাকে আটক করে পুলিশ। এরপর রাত সাড়ে ৮টার দিকে তার নামে এবং তার ছেলের নামে সংশ্লিষ্ট মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে নিউমার্কেট থানার এসি শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান ঢাকাপ্রকাশ-কে বলেন, সমাজকর্মী সৈয়দা রত্নাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে পুলিশের কাজে বাধা ও অনুমতি ছাড়া ফেসবুকে লাইভ করার অপরাধে মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, আমি বাইরে মামলার কপি থানায় গিয়ে দেওয়া যাবে এবং এ বিষয়ে বিস্তারিত গণমাধ্যমে জাননো হবে।
এদিকে, এ বিষয় নিয়ে সমাজকর্মী সৈয়দা রত্নার মেয়ে সৈয়দা শাহগুফতা গণমাধ্যমে অভিযোগ করেছেন, ৮ ঘণ্টা ধরে আমার মা আর ভাইকে আটকে রাখা হয়েছে। আমার ভাই নাবালক। ওর বয়স ১৮ হয়নি। আমার ভাইকে আটক রাখা হয়েছে। মার সঙ্গে আমাকে একবার কথাও বলতে দেওয়া হয়নি৷ আমার মায়ের সঙ্গে কোনো কথা বলার বা আইনি শলাপরামর্শ করার অধিকার কি আমার নেই?
কেএম/এমএমএ/
