ঈদের নামাজের জন্য প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ

মুসলিম উম্মাহর সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ একমাস সিয়াম সাধনা শেষে তারা এ ঈদ উৎযাপন করেন। জাতীয় ঈদগাহের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছে, ঈদের নামাজের জন্য প্রায় প্রস্তুতের পথে জাতীয় ঈদগাহ ময়দান। সামান্য কিছু কাজ বাকি আছে, এগুলো শেষ হলেই পুরোপুরি সম্পন্ন হবে জাতীয় ঈদগাহ ময়দান।
করোনাভাইরাসের কারণে বাধা নিষেধ থাকায় বিগত কয়েকটি ঈদের নামাজ আদায় করা হয়েছে মসজিদে বা ছোট পরিসরে ঈদগাহ ময়দানে। করোনা পরবর্তী এবারই প্রথম ঈদের নামাজ আদায় করতে মুসল্লিরা ছুটবেন রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে। তাই তো বেশ আনন্দ উৎসাহ নিয়ে প্রস্তুত করা হচ্ছে এবারের জাতীয় ঈদ ময়দান।
শনিবার (২৩ এপ্রিল) জাতীয় ঈদগাহ ময়দান প্রস্তুত করতে দিন রাত পরিশ্রম করছেন পিয়ারু অ্যান্ড সন্স ডেকোরেটরের শতাধিক শ্রমিক। সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।
ঈদগাহের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, ইতিমধ্যে প্রায় অনেকগুলো কাজ শেষ হয়ে গেছে তাই প্রস্তুতের পথে ঈদগা ময়দান। এবার ময়দানের ভিতরে পুরুষ ও নারি মিলে প্রায় ৯০ হাজার মুসল্লি নামাজ আদায় করবেন। এর মধ্যে পৃথক করে নারীদের নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। বিগত বছরের তুলানায় এবার প্রবেশ পথের সংখ্যা আরও বাড়ানো হয়েছে। বৃষ্টির সম্ভাবনা থাকায় মাঠের ২ লাখ ৭০ হাজারেরও বেশি বর্গফুট জায়গা জুড়ে সামিয়ানা ও বৃষ্টি প্রতিরোধক ত্রিপল দেওয়া হবে। গরম থেকে আরামের জন্য লাগানো হবে ১০০টি স্ট্যান্ড ও ৭০০’শ টি সিলিং ফ্যান।
প্রধান জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে পুরো ময়দান লাগানো হচ্ছে সিসি ক্যামেরা। বিস্ফোরক দ্রব্য আছে কিনা তা দেখার জন্য প্রবেশ পথে থাকবে মেটাল ডিটেক্টর।
নিরাপত্তার জন্য বিশেষ বাহিনীর সাথে থাকবে ডগ স্কোয়াড, মোবাইল ওয়াচ টাওয়ার, মোবাইল কমান্ড সেন্টার, বোম ডিসপোজাল ইউনিট। র্যাব ও পুলিশের আলাদা দুটি নিয়ন্ত্রণ কক্ষ।
এ বিষয়ে জানতে চাইলে পিয়ারু অ্যান্ড সন্স ডেকোরেটরের নজরুল মিয়া বলেন, ঈদের মাঠ প্রস্তুতির জন্য অনেক কাজ সম্পন্ন করা হয়েছে। সামান্য কিছু কাজ বাকি আছে এগুলো অল্প কয়েকদিনের মধ্যে শেষ করে প্রস্তুত করা হবে জাতীয় ঈদগাহ মাঠ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ডিসি) মিডিয়া মো. ফারুক হোসেন বলেন, করানোর পর এবার জাতীয় ঈদগাহ মাঠে অসংখ্য মুসল্লির নামাজ আদায় করবেন। সেজন্য সকল পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি বলেন, তাছাড়া এখানে ভিআইপিরাও নামাজ আদায় করেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিবারের মতোই সার্বিক বিষয় মাথায় রেখেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
