ঢাকাপ্রকাশে সংবাদের পর দুর্গন্ধমুক্ত পানি পেল আজিমপুরবাসী

রাজধানীর লালবাগ, আজিমপুর এলাকায় ওয়াসার পানিতে বেশ কয়েক মাস ধরে দুর্গন্ধ ছিল। এ ভোগান্তি নিয়ে সোমবার (১৮ এপ্রিল) ঢাকাপ্রকাশে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের পর ওয়াসা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের নজরে পড়ে বিষয়টি। এরপর তাদের সমন্বয়ে বিষয়টি সমাধান করা হয়।
শনিবার (২৩ এপ্রিল) আজিমপুর এলাকার, পুরান ঢাকার ২৬ নম্বর ওয়ার্ডের রসুলবাগ, আজিমপুর রোড, বটতলা, বিসি দাস স্ট্রিট, লালবাগ রোড, আজিমপুর সরকারি কলোনী, পলাশী সরকারি কলোনী, ঢাকেশ্বরী রোড, পিসি দাস রোড, চায়না বিল্ডিং এলাকা, পলাশী কোয়ার্টার, লালবাগসহ এলাকার বিভিন্ন স্থান ঘুরে এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
আজিমপুর এলাকায় বসবাসকারীরা জানান, বেশ কিছুদিন ধরে আজিমপুর এলাকার বিভিন্ন জায়গার পানিতে দুর্গন্ধ ছিল। তবে সোমবারের পর থেকে পানিতে দুর্গন্ধ ছিল না।
ওই এলাকায় বসবাসরত রসুলবাগ এলাকার সমীর রায় বলেন, ‘দু-তিনদিন আগে দেখলাম ওয়াসা পানির লাইনে কাজ করেছে। মনে হয় পাইপ চেঞ্জ করে দিয়েছে। এখন আগের মতো পানিতে দুর্গন্ধ নেই। বেশ কয়েকমাস দুর্ভোগের কারণে ভোগান্তিতে পড়তে হয়েছিল আমাদের।’
বিসি দাস স্ট্রিট, লালবাগ রোডের বাসিন্দা স্বর্ণা আক্তার বলেন, ‘পানিতে দুর্গন্ধ থাকার কারণে আমাদের অনেক কষ্ট হয়েছে। এ জন্য আমরা অসুস্থও হয়েছি। এই রমজানে অনেক কষ্ট হয়েছে। দুই-তিন দিন ধরে পানিতে গন্ধ পাচ্ছি না, মনে হয় বিষয়টি সমাধান হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিক ঢাকাপ্রকাশকে বলেন, “সোমবার (১৮ এপ্রিল) আমার এলাকার বিষয় নিয়ে ঢাকাপ্রকাশে ‘পানিতে দুর্গন্ধ, দুর্ভোগে আজিমপুরবাসী’ শিরোনামে একটি সংবাদ বলা হয়।”
মানিক বলেন, ‘আমি সবসময় আমার এলাকার মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কাজ করে থাকি। আমি সব সময় চিন্তা করি এলাকার সাধারণ মানুষ যেন ভোগান্তিতে না পড়ে। ওই সংবাদটি প্রকাশ হওয়ার পর ওয়াসার কর্তৃপক্ষ আমাকে ফোন দেয় এবং আমরা সমন্বয়ভাবে কাজ শুরু করি। এরপর যে যে এলাকায় দুর্গন্ধযুক্ত পানি পাওয়া যায় সেসব এলাকার পানি চেক করে দুর্গন্ধমুক্ত করা হয়।’
এ বিষয়ে জানতে চাইলে ওয়াসার এমডি তাকসিম আহমেদ বলেন, ‘এ বিষয়টি সমাধানের জন্য আমাদের কর্মকর্তারা আপনাদের সঙ্গে যোগাযোগ করে সমাধানের পথ বের করছে।’
এ বিষয়ে জানতে চাইলে ওয়াসার টেকনিক্যাল ডিরেক্টর শহীদ উদ্দিন ঢাকা প্রকাশকে বলেন, ‘আপনাদের মাধ্যমে বিষয়টি আমরা জানতে পারি এরপর জনপ্রতিনিধি আমাদের সঙ্গে কথা বলেন। কিছু জটিলতা ছিল সেগুলো সমাধান করে আমরা কাজ করেছি।’
প্রসঙ্গত, সোমবার (১৮ এপ্রিল) ঢাকাপ্রকাশে প্রকাশিত সংবাদে বলা হয়, আজিমপুর এলাকার, পুরান ঢাকার ২৬ নম্বর ওয়ার্ডের রসুলবাগ, আজিমপুর রোড, বটতলা, বিসি দাস স্ট্রিট, লালবাগ রোড, আজিমপুর সরকারি কলোনী, পলাশী সরকারি কলোনী, ঢাকেশ্বরী রোড, পিসি দাস রোড, চায়না বিল্ডিং এলাকা, পলাশী কোয়ার্টার, লালবাগসহ এলাকার বিভিন্ন স্থানে ওয়াসার পানি দুর্গন্ধযুক্ত। আর এ পানি খাওয়া ও রান্নার কাজে ব্যবহার করে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন বলে অভিযোগ করেছেন এলাকায় বসবাসরত সাধারণ মানুষ। এরপর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে এবং তারা মানুষের ভোগান্তি কমাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন।
কেএম/এসএ/
