নিউমার্কেট ঘটনায় ২ মামলার তদন্তে নেমেছে ডিবি পুলিশ

রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান মালিক ও কর্মীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষের ঘটনায় চারটি মামলার মধ্যে দুই হত্যা মামলার তদন্তভার পেয়ে (আনঅফিসিয়াল) ভাবে কাজ শুরু করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ শুক্রবার (২২ এপ্রিল) বিকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশ্বস্ত সূত্র ঢাকাপ্রকাশ-কে এসব তথ্য নিশ্চিত করেছেন। ওই সূত্রটি জানায়, এই মামলার তদন্তের কাজ শুরুর পর ডিবি পুলিশ বেশ কিছু সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে কাজ করছে।
এ বিষয়ে জানতে চাইলে নিউমার্কেট জোনের সহকারী পুলিশ সুপার (এএসপি) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, যে কোনো বড় মামলা হলে সংশ্লিষ্ট থানা পুলিশের পাশাপাশি পুলিশের বিভিন্ন ইউনিট কাজ শুরু করেন।
তিনি বলেন, ডিবি পুলিশ এই মামলাটির তদন্তের দায় পেয়েছে। ইতোমধ্যে তারা আনঅফিসিয়াল ভাবে মামলাটি তদন্ত কাজ করছে।
এদিকে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স. ম কাইয়ুম বলেন, নিউমার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনায় চারটি মামলার মধ্যে দুই হত্যা মামলার তদন্তভার পেয়ে কাজ করছে ডিবি পুলিশ।
কেএম/
