বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ | ১২ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বৃষ্টি উপেক্ষা করে রাজধানীতে চলছে ঈদের কেনাকাটা

ঈদ সামনে রেখে রাজধানীর মার্কেটগুলোতে ভিড় বাড়ছে। শুক্রবার ছুটির দিনে বৃষ্টি উপেক্ষা করে মানুষ ছুটছে মার্কেটগুলোতে।

বিক্রেতারা বলছেন, আজই একরকম শেষ শুক্রবার ঈদের আগে। যদিও আরেকটা শুক্রবার আছে। কিন্তু মানুষ আজই কেনাকাটা শেষ করতে চাইবে। কারণ এরপর মানুষ ঢাকা ছাড়তে শুরু করবে।

তবে কেনাকাটায় বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। জুম্মার নামাজের পর থেকেই চলছে বৃষ্টি। অনেককে দেখা গেছে বৃষ্টি উপেক্ষা করেই মার্কেটে আসছেন। কারণ আজ ছুটির দিনে কেনাকাটা শেষ করতে না পারলে পরে শিডিউল মেলাতে পারবেন না।

রাজধানীর অভিজাত মার্কেট যমুনা ফিউচার পার্কে গিয়ে দেখা যায়, শুধু মানুষ আর মানুষ। মূলত জুম্মার নামাজের পরে মানুষের ভিড় বাড়তে থাকে যমুনা ফিউচার পার্কে।

দোকানগুলো ঘুরে দেখা যায়, ক্রেতাদের আকৃষ্ট করতে পোশাকের দামে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। পাঞ্জাবি, সালোয়ার কামিজ ও বাচ্চাদের হরেক রকমের ডিজাইনের কালেকশন থরে থরে সাজিয়ে রাখা হয়েছে দোকানগুলোতে।

তবে ক্রেতারা বলছেন, পোশাকের দাম খুব বেশি। পছন্দের পোশাক সাধ্যের মধ্যে থাকছে না বলে জানান তারা।

বেলা তিনটার কিছু পরে বসুন্ধরাতে গিয়ে দেখা যায়, মানুষ আর মানুষ। তবে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি উপেক্ষা করেই মানুষ এসেছে কেনাকাটা করতে। অনেকে এসেছেন বৃষ্টি শুরুর আগেই।

দোকানিরা বলছেন, আজ রোজার তৃতীয় শুক্রবার। ঈদের আগে আর একটি শুক্রবার আছে। সাধারণত শুক্রবারগুলোতে ভিড় অন্য দিনের তুলনায় অনেক বেশি থাকে। আজও তার ব্যতিক্রম হয়নি।

ক্রেতাদের অনেককেই দেখা গেল আগেই জামা জুতা কিনে ফেলেছেন। আজ এসেছেন কসমেটিকস ও অন্যান্য টুকিটাকি কিনতে।

এমনই একজন শাহানা খানম। গ্রিনরোডের বাসিন্দা শাহানা বললেন, চাকরি করি। তাই শুক্রবার করে শপিং করতে হয়। গত শুক্রবারেই পরিবারের প্রায় সবকিছু কেনা শেষ করেছি। আজ এসেছি কসমেটিকস ও অর্নামেন্ট কিনতে।

নয়াপল্টনে নতুন মার্কেট হয়েছে 'পল্টন চায়না টাউন'। সেখানে কথা হয় বিক্রেতা আসলামের সঙ্গে। তিনি জানালেন, গত কয়েকদিন থেকেই ভিড় বেড়েছে। আজ ভিড় বেশি হাওয়ার কারণ শুক্রবার। মাঝরাত পর্যন্ত ভিড় থাকে বলে জানান তিনি।

নয়াপল্টনেই পল্টন চায়না টাউনের ঠিক বিপরীতে অবস্থিত গাজী ভবনেও দেখা গেল রমরমা অবস্থা। নামাজের পর মানুষের যেন ঢল নেমেছে। তবে এখানেও বাগড়া দিয়েছে বৃষ্টি।

রাজধানীর অন্যতম ব্যস্ত মৌচাক মার্কেটে যেন তিল ধারণের জায়গা নেই। এই মার্কেটটিতে সারা বছরই ভিড় থাকে। কিন্তু আজ যেন হুমড়ি খেয়ে পড়েছে সবাই।

এমনিতেই এই মার্কেটটিতে সাধারণত মধ্য ও নিম্ন মধ্য আয়ের মানুষ কেনাকাটা করে। তাছাড়া মালিবাগ, রামপুরা, খিলগাঁও ঘনবসতিপূর্ণ হওয়ায় ক্রেতা সমাগম বেশি হয়।

মৌচাক মার্কেটের বিপরীতে ফরচুন শপিং মলেও দেখা গেল শুধু মানুষ আর মানুষ। এই প্রতিবেদক যখন ফরচুন শপিং মলে তখন বাজে বিকেল ৪টা ১০। অঝোরে বৃষ্টি হচ্ছে।

যারা রাস্তায় ছিলেন তাদের দেখা গেল বৃষ্টি উপেক্ষা করেই আসছেন। রিকশায় করে এসেছেন তাই দেখা গেল অনেকে ভিজে গেছেন।

ব্যবসায়ী-শিক্ষার্থী দ্বন্দ্বে তিন দিন বন্ধ থাকা নিউমার্কেটসহ আশপাশের মার্কেটগুলো স্বাভাবিক অবস্থায় ফিরেছে। ছুটির দিন হওয়ায় মার্কেটগুলোতে ব্যাপক ভিড় দেখা যাচ্ছে। তবে বৃষ্টি এখানেও বাগড়া দিয়েছে।

বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে, বেচাকেনা চলছে। ক্রেতারাও প্রয়োজনীয় জিনিস কিনছেন মার্কেটসহ ফুটপাতগুলো থেকে। নিউমার্কেট ফুটওভার ব্রিজের নিচে শার্ট বিক্রেতা শাকিল মিয়া বলেন, কাল দোকান খুলেছি। কাস্টমারও আসছে অনেক। আর কোনো সমস্যা না হলে বেচাকেনা বাড়বে।

মহাখালী থেকে শপিং করতে আসা রনি বলেন, সংঘর্ষের কারণে তিন দিন ধরে এখানে আসতে পারিনি। কাল শুনলাম ঝামেলা শেষ হয়েছে তাই ঈদের কেনাকাটা করতে আসলাম। কাপড় ও জুতা কিনেছি। আরও কিছু কেনাকাটা করে বাসায় চলে যাব।

শ্যামলী থেকে আসা আলামিন বলেন, নিজের কিছু কাজ ছিল। সেটা সেরে শপিংয়ে ঢুকলাম। চশমা কিনব ও প্যান্ট কিনব।

এদিকে বুধবার (২১ এপ্রিল) ভোরে দোকান খোলার ঘোষণার পর প্রায় সব দোকানই খুলেছে দোকান মালিকরা। দেখা গেছে নিউমার্কেটের বিভিন্ন এলাকায় ক্রেতাদের অতিরিক্ত ভিড়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় নিউমার্কেট এলাকায় যান চলাচলও স্বাভাবিক হয়েছে।

আরইউ/আরএ/

Header Ad

দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিস, দুমড়ে-মুচড়ে গেল গাড়ি

দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিস, দুমড়ে-মুচড়ে গেল গাড়ি। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের বহরের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তবে এই ঘটনায় দুই সমন্বয়ক অক্ষত রয়েছেন।

লোহাগাড়া থানার দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলিম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ঘটনায় একটি ট্রাক জব্দ করা হয়েছে। জিডির প্রক্রিয়া চলছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা প্রাথমিকভাবে জানাতে পারেননি এএসআই আলিম।

এদিকে, ফেসবুকে ভাঙা গাড়ির ছবি আপলোড করে বিষয়টি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদ।

পোস্টে তিনি লিখেন, শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জেয়ারত করে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা ৭.৩০ মিনিটে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়ি বহরে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়।

প্রাথমিক তদন্তে ড্রাইভার ময়মনসিংহ থেকে কক্সবাজারে মালামাল খালাস করে আসার কথা বললেও মাল খালাসের কোনো তথ্য পাওয়া যায়নি। অতীতে ভারতীয় কর্তৃক বাংলাদেশের শীর্ষস্থানীয় অনেক ব্যক্তিকে হত্যা করার নজির রয়েছে।

Header Ad

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আইনজীবী সাইফুলের গায়েবানা জানাজা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আইনজীবী সাইফুলের গায়েবানা জানাজা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম ওরফে আলিফ নিহতের ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গায়েবানা জানাজা পড়া হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দুপুর বারোটার দিকে কুবি কেন্দ্রীয় মসজিদের সামনে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেছেন কুবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ ইসলাহী।

এর আগে সকাল ১১ টার দিকে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের পর বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি কেন্দ্রীয় কাফেটেরিয়া হয়ে কেন্দ্রীয় মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরবর্তীতে গায়েবানা জানাজার আয়োজন করা হয়।

এ ব্যাপারে জানাজায় অংশগ্রহণকারী হান্নান রহিম বলেন , 'সন্ত্রাসী সংগঠন ইসকন কর্তৃক অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে ও ইসকন নিষিদ্ধের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বিক্ষোভ ও মানববন্ধন এর আয়োজন করা হয়। বিক্ষোভ পরবর্তী গায়েবানা জানাজার আয়োজন করা হয়। উক্ত কর্মসূচি থেকে অতি দ্রুত সময়ের মধ্যে ইসকনকে নিষিদ্ধ এবং সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। আর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয়ে ইসকনের সকল কার্যক্রম বন্ধের দাবি ও উগ্রবাদী স্বপ্নীল মুখার্জির দ্রুত শাস্তির দাবি জানানো হয়।'

জানাজার ইমাম ও কুবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ ইসলাহী বলেন, 'আমরা মানববন্ধনের পর মিছিল নিয়ে সেন্ট্রাল মসজিদের দিকে যাচ্ছিলাম, তখন কয়েকজন প্রস্তাব জানায় গায়েবানা জানাজা করার জন্য। তাই আমরা জানাজা করার সিদ্ধান্ত নিই। এছাড়া অনেক বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা হয়েছে। আমরা জানাজার মাধ্যমে সাইফুল ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করি।'

উল্লেখ্য, চট্টগ্রাম আদালত এলাকায় বাংলাদেশ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তির দাবিতে ইসকন সমর্থকদের হামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেন। হামলার এ ঘটনায় আহত ৭-৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গত সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা চিম্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে।

Header Ad

দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত

টানা দুই দফা কমানোর পর ফের দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ১৫৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে নতুন দরের কথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে।

এর আগে সোমবার ও মঙ্গলবার দুই দফায় কমানো হয় স্বর্ণের দাম। তার আগে গত ২০, ২২ ও ২৪ নভেম্বর তিন দফা স্বর্ণের দাম বাড়ানো হয়।

এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম ২,৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২,৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২,১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১,৫৮৬ টাকা।

Header Ad

সর্বশেষ সংবাদ

দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিস, দুমড়ে-মুচড়ে গেল গাড়ি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আইনজীবী সাইফুলের গায়েবানা জানাজা
দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম
বিসিএসের প্রশ্নফাঁস: বিজি প্রেসের দুই কর্মচারী গ্রেপ্তার
সাত কলেজের অনার্স ১ম বর্ষের পরীক্ষা স্থগিত
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন মির্জা ফখরুল
ফ্যাসিবাদের দোসরদের ষড়যন্ত্র এখনো অব্যাহত: রিজভী
জিয়াউর রহমানকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, বিচারককে ডিম ছুড়লেন আইনজীবীরা
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে বিজেপির বিক্ষোভ
নিরবের পরকীয়ার অভিযোগ ফিরিয়ে নিলেন স্ত্রী, চাইলেন ক্ষমা
মিয়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন
স্ত্রী হত্যা মামলায় জামিন পেলেন সাবেক এসপি বাবুল
ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল চট্টগ্রাম, নেতৃত্বে হাসনাত-সারজিস
চাঁদাবাজি ও কর ফাঁকির মামলা থেকে তারেক রহমানের অব্যাহতি
পাবনার আটঘরিয়ায় দিনে-দুপুরে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট
যে পেশায় মানুষের জায়গা নিতে পারবে না এআই
প্রবাসীদের জন্য মধ্যপ্রাচ্যে ইলিশ রপ্তানির উদ্যোগ
সুপ্তার সেঞ্চুরির আক্ষেপের পরেও বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
নায়ক নিরবের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ স্ত্রীর
মুন্সি সমিতির অফিসে আগুন দিলো আইনজীবীরা