নিউমার্কেটে ব্যবসায়ী-শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২ মামলা

রাজধানীর নিউমার্কেটে ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নিহত নাহিদ হাসানের বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন। এ ছাড়া এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেছে বলে জানিয়েছে নিউমার্কেট থানা পুলিশ।
বুধবার (২০ এপ্রিল) দিবাগত রাতে অজ্ঞাত আসামির বিরুদ্ধে নিউ মার্কেটে থানায় মামলা দুটি দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) শরিফ মোহাম্মদ ফারুকুজ্জামান।
শরিফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, মঙ্গলবার রাতে তাদের মামলা করার কথা ছিল। কিন্তু সেদিন না করে বুধবার (২০ এপ্রিল) পুলিশ বাদী হয়ে একটি মামলা ও নিহত নাহিদের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় তিনি কারও নাম উল্লেখ করেননি। আসামি অজ্ঞাত বলা হয়েছে। মামলার তদন্তের কাজ চলছে।
প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ১০টার দিকে নাহিদ হাসান তার কর্মস্থলে যাওয়ার সময় ঢাকা কলেজের বিপরীতে পেট্রোল পাম্পের সামনে হামলার শিকার হন। এসময় তিনি নিজেকে ডেলিভারি ম্যান পরিচয় দিলেও হামলাকারীরা কোনো কথা শুনেনি। তাকে কুপিয়ে গুরুতর জখম করে। অনেকক্ষণ রাস্তায় বেহুঁশ হয়ে পড়েছিলেন নাহিদ হাসান। পরে দুই কিশোর নাহিদ হাসানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
অন্যদিকে সকাল থেকে বিকেল পর্যন্ত তার পরিবার কোনো খোঁজ পাচ্ছিল না। রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্ত্রী একটি ছবি দেখে আহত নাহিদের পরিচয় শনাক্ত করেন।
এ ঘটনায় ঢাকা কলেজ শিক্ষার্থীরা নিউমার্কেট ব্যবসায়ীদের দোষারোপ করছেন। আর ব্যবসায়ীরা বলছেন, তারা নাহিদ নামে কোনো যুবককে মারধর করেননি। এ ছাড়া যে এলাকায় নাহিদ অজ্ঞান হয়ে পড়েছিলেন সেই এলাকা ঢাকা কলেজ শিক্ষার্থীদের দখলে ছিল।
নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স. ম. কাইয়ুম সাংবাদিকদের বলেন, এ ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে একটি বিস্ফোরণ আইনে পুলিশের পক্ষ থেকে বাদী হয়ে করা হয়েছে। আরেকটি হত্যা মামলা করেছে নিহত নাহিদের বাবা।
কেএম/এসএন
