আজ থেকে খুলছে নিউমার্কেট

ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনের বৈঠকে নিউমার্কেটের সার্বিক পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান হয়েছে বলে জানা গেছে।
বুধবার (২০ এপ্রিল) দিবাগত রাতে একটি সমঝোতা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ডা. আবদুল কুদ্দুস সিকদার ও নিউ মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত্রে সেহরির আগে ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে নিউমার্কেটের সার্বিক পরিস্থিতির বিষয়ে একটি শান্তিপূর্ণ সমাধান হয়। শান্তিপূর্ণ সমাধানের আশ্বাসে সকাল থেকে দোকান খুলবে নিউ মার্কেটের ব্যবসায়ীরা।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ডা. আবদুল কুদ্দুস সিকদার বলেন, আজ সেহরির সময় এ বিষয়ে একটি সমঝোতা হয়েছে। সেখানে আমাদের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। বিষয়টি আমরা গণমাধ্যমে জানিয়েছি। শিক্ষার্থীরা জানিয়েছে নিউ মার্কেট খুলে দেওয়ার বিষয়ে তাদের কোনো আপত্তি নেই।
এ বিষয়ে জানতে চাইলে ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আমাদের একটি মীমাংসা হয়েছে এ বিষয়ে তারা গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন। আমরা আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল থেকে সব মার্কেট খুলে দেব।
তিনি বলেন, শিক্ষার্থীরা আমাদের আশ্বস্ত করেছেন তারা আর কোনো ঝামেলা করবেন না। সাধারণ মানুষ আবারও আগের মতো ঝুঁকিমুক্তভাবে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিউমার্কেট এসে কেনাকাটা করতে পারবেন।
কেএম/এসএন
