নিউমার্কেট এলাকায় স্বাভাবিক রয়েছে যান চলাচল

রাজধানীর নিউমার্কেট এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যান চলাচলও রয়েছে স্বাভাবিক। কোনো ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন না এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যরা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিউমার্কেট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহেনশাহ মাহমুদ বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে ঢাকাপ্রকাশকে এসব বিষয় নিশ্চিত করেছেন।
শাহেনশাহ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে শুনেছি সমঝোতার বৈঠকে শান্তির আভাস এসেছে। পরিবেশ-পরিস্থিতি সব স্বাভাবিক, যানচলাচল স্বাভাবিক নিয়মেই হচ্ছে।
এদিকে নিউমার্কেটে ডিউটিরত একাধিক পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে। কোনো ধরনের সংঘর্ষের ঘটনার সম্ভাবনা নেই। কাল সন্ধ্যার পর থেকেই শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দিয়েছেন। অনেক ব্যবসায়ীরা সকাল-সকাল এসেছেন, দোকানখোলার প্রস্তুতি নিচ্ছেন।
নিউমার্কেটের একাধিক ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, মার্কেট কর্তৃপক্ষ তাদের নির্দেশনা দিয়েছে ব্যবসা প্রতিষ্ঠান খোলার জন্য। স্বাভাবিক নিয়মে ব্যবসা প্রতিষ্ঠান খোলা হবে।
প্রসঙ্গত, এর আগে সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে দুটি রেস্টুরেন্টে বসা নিয়ে কথা-কাটাকাটির জের ধরে নিউমার্কেটের ব্যবসায়ী ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। যে কারণে গত তিন দিন নিউমার্কেট বন্ধ ছিল।
ব্যবসায়ীরা বলছেন, রাতে এই বিষয়টি নিয়ে ঢাকা কলেজের সঙ্গে সমঝোতা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক। আগের মতোই ব্যবসা প্রতিষ্ঠান চলবে।
কেএম/টিটি
