ছাত্রাবাস ছাড়িনি, তবে আপাতত আন্দোলন করছি না: শিক্ষার্থীরা

নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হওয়ার পর আন্দোলন তুলে নিয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তবে আনুষ্ঠানিকভাবে তারা ঘোষণা করেনি এ বিষয়ে। শিক্ষার্থীরা বলছেন, 'পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মানবিক কারণে আমরা আপাতত আন্দোলন করছি না।'
বুধবার (২০ এপ্রিল) দুপুরে ঢাকা কলেজের আন্দোলনরত একাধিক শিক্ষার্থী ঢাকাপ্রকাশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজের আন্দোলনরত শিক্ষার্থী শফিক বলেন, আমাদের কলেজের বড় ভাইয়েরা গতকাল রাতে সিদ্ধান্ত নিয়েছেন, আপাতত আর আন্দোলন করব না। তবে আমরা যে আন্দোলন স্থগিত করেছি সেটা নয়। একজনের মৃত্যুর ঘটনায় আমরা আপাতত আন্দোলন বন্ধ রেখেছি।'
জানতে চাইলে ঢাকা কলেজের আরেক শিক্ষার্থী আরিফ বলেন, 'মানবিক কারণে আপাতত আমরা ব্যবসায়ীদের বিরুদ্ধে আন্দোলন বন্ধ রেখেছি। আমাদের বড় ভাইরেয়া এ বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন। পরবর্তী সিদ্ধান্ত আমাদের জানানো হবে। আপাতত আমরা আন্দোলন করছি না। তবে কলেজে ছাত্রাবাসে আছি।'
ঢাকা কলেজের আরেক শিক্ষার্থী শাহিন বলেন, আমরা আন্দোলন স্থগিত রেখেছি। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। কারণ একটি ছেলে মারা যাওয়ার ঘটনায় আমরা অনুতপ্ত। মানবিক কারণে আপাতত আন্দোলন স্থগিত করেছি। তবে নিউমার্কেটের ব্যবসায়ীরা যদি শিক্ষার্থীদের উদ্দেশে আজেবাজে কথা বলে হলে আমরা আবারও আন্দোলন করতে বাধ্য হব।
এদিকে এ বিষয়ে নিউমার্কেট দোকান মালিক সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, আন্দোলনরত শিক্ষার্থী ও ঢাকা কলেজের কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা দোকানপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
কেএম/টিটি
