ঢাকা কলেজের ছাত্ররা হল ছাড়ছে: উপাধ্যক্ষ

ঢাকা কলেজের পরিস্থিতি শান্ত রয়েছে, ছাত্ররা হল ছাড়তে শুরু করেছে বলে জানিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ (উপাধ্যক্ষ) এ টি এম মইনুল হোসেন।
ঢাকাপ্রকাশকে ফোনে উপাধ্যক্ষ জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। ছাত্ররা হল ছাড়তে শুরু করেছে। হল খালি হতে কতক্ষণ সময় লাগতে পারে- জানতে চাইলে তিনি এ ব্যাপারে কিছু জানাতে পারেননি।
নিউমার্কেট এলাকার ব্যবসায়ী-কর্মী-হকারদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সোমবার রাত ও মঙ্গলবারের দিনব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের পর আজ বুধবার (২০ এপ্রিল) শিক্ষাপ্রতিষ্ঠানটির ছাত্রাবাস এলাকায় নীরবতা বিরাজ করছে। ছাত্রাবাসগুলো খোলা রয়েছে। ছাত্রাবাসের ভেতরে ছাত্ররা অবস্থান করছেন। তবে ছাত্রাবাস এলাকায় তেমন উত্তেজনা নেই।
নিউমার্কেট এলাকাও শান্ত রয়েছে। তবে ব্যবসা প্রতিষ্ঠান এখনো খুলেনি। এলাকায় বিপুলসংখ্যক পুলিশ রয়েছে।
সোমবার রাতের সংঘর্ষের পর কলেজ বন্ধ ঘোষণা করে প্রশাসন। এরপর মঙ্গলবার দুপুরের পর কলেজ প্রশাসন ঢাকা কলেজের ছাত্রাবাস আগামী ৫ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করে। একই সঙ্গে গতকাল বিকেলের মধ্যেই ছাত্রাবাস খালি করতে নির্দেশ দেয় কলেজ কর্তৃপক্ষ। কিন্তু ছাত্ররা যেকোনো মূল্যে ছাত্রাবাস ও ক্যাম্পাসে অবস্থানের ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী, তাঁরা ছাত্রাবাস ও ক্যাম্পাসে অবস্থান করছেন।
ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেট এলাকার ব্যবসায়ী-কর্মী-হকারদের এই সংঘর্ষের মধ্যে পড়ে আহত নাহিদ হোসেন (২০) নামের এক পথচারী রাতে রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সংঘর্ষে অনেক আহত হয়েছেন।
এপি/
