চার দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

নিউমার্কেট মোড়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ডাকা মানববন্ধনে সাত কলেজের শিক্ষার্থীরা চার দফা দাবি ঘোষণা করে আন্দোলন করছে। আন্দোলনের সমন্বয়ক ইসমাইল সম্রাট এসব দাবির কথা জানান।
বুধবার (২০ এপ্রিল) বেলা ১টা ২৫ মিনিটে মানববন্ধন শুরু করে শিক্ষার্থীরা।
সকাল ১০টার দিকে শিক্ষার্থীদের মানববন্ধনে দাঁড়নোর কথা ছিল। বৃষ্টির কারণে সেটা সম্ভব হয়নি। বৃষ্টি কমলে মানববন্ধন শুরু করে শিক্ষার্থীরা।
চার দাবি বাস্তবায়নের জন্য মানববন্ধন শুরু হয়।
দাবিগুলো হলো- হামলাকারীদের শনাক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে বিচারের আওতায় আনা, ঢাকা কলেজের অধ্যক্ষ ও এডিসি হারুনকে প্রত্যাহার, অ্যাম্বুলেন্স ও সাংবাদিকদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা, আহত সকল শিক্ষার্থীদের ব্যয় রাষ্ট্রকে বহন করতে হবে।
কেএম/টিটি
