ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে ৭ কলেজের শিক্ষার্থীদের মানববন্ধনের ঘোষণা

ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে সাত কলেজের শিক্ষার্থীরা রাজধানীর নিউমার্কেট মোড়ে মানববন্ধন করবেন বলে ঘোষণা দিয়েছেন। শিক্ষার্থী আবু বকর এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল ১০টার দিকে আমাদের মানববন্ধনে দাঁড়নোর কথা ছিল। বৃষ্টির কারণে সেটা সম্ভব হয়নি। বৃষ্টি কমলে আমরা মানববন্ধন শুরু করব।
মঙ্গলবার (১৯ এপ্রিল) সংঘর্ষের ঘটনায় বন্ধ ছিল দোকানপাট। তবে আজ বুধবার (২০ এপ্রিল) সকাল থেকে যান চলাচল স্বাভাবিক রয়েছে নিউমার্কেট এলাকায়। দোকান খোলারও প্রস্তুতি চলছে।
এদিকে, সাত কলেজের শিক্ষার্থীরা মানববন্ধনের কর্মসূচি ঘোষণা দেওয়ায় আতঙ্কে রয়েছে ব্যবসায়ীরা এজন্য তারা দোকান খুলতে ভয় পাচ্ছে। একাধিক দোকানদারদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
চারটি দাবি বাস্তবায়নের জন্য মানববন্ধন করা হবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।
দাবিগুলো হলো- হামলাকারীদের শনাক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে বিচারের আওতায় আনা, ঢাকা কলেজের অধ্যক্ষ ও এডিসি হারুনকে প্রত্যাহার, অ্যাম্বুলেন্স ও সাংবাদিকদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা, আহত সকল শিক্ষার্থীদের ব্যয় রাষ্ট্রকে বহন করতে হবে।
কেএম/টিটি
