'ঢাকা কলেজ ভয় নাই, রাজপথ ছাড়ি নাই'

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও দোকানিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজের সঙ্গে আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা স্লোগানে বলেন, 'ঢাকা কলেজ ভয় নাই, রাজপথ ছাড়ি নাই'।
বুধবার (২০ এপ্রিল) আইডিয়াল কলেজের শিক্ষার্থী মোহাম্মদ রাকিব হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
রাকিব হোসেন বলেন, 'আমরা সবাই শিক্ষার্থী। ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর হামলা কেন। প্রশাসন জবাব চাই, বিচার চাই।'
এসময় দেখা গেছে আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের একটি দল মিছিল নিয়ে ঢাকা কলেজের সামনে এসে জড়ো হয়। পরে বৃষ্টির কারণে তারা ঢাকা কলেজের ভেতরে অবস্থান নেয়।
এদিকে নিউমার্কেট এলাকায় সরেজমিনে দেখা যায়, দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীরা রাস্তায় দাঁড়িয়ে আছে এবং বৃষ্টির কারণে তারা ছত্রভঙ্গ হয়ে আছে। এক ধরনের উদ্বিগ্ন উৎকণ্ঠার মধ্যে ব্যবসায়ীর অপেক্ষা করছে। অন্যদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে অবস্থান নিয়েছে। সবকিছু মিলিয়ে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পরিস্থিতিতে চাপা উত্তেজনা বিরাজ করছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
কেএম/টিটি
