শিক্ষার্থীদের রাস্তায় নামার আশঙ্কা, নিউমার্কেটে অতিরিক্ত পুলিশ মোতায়েন

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় প্রতিবাদে সরব হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানিয়েছেন, বৃষ্টির কারণে তারা রাস্তায় নামতে পারছেন না, বৃষ্টির পরে তারা রাস্তায় নেমে আন্দোলন করবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের মধ্যে ঢাকা কলেজ, ইডেন ও কবি নজরুল কলেজ ছাড়াও রয়েছে বদরুন্নেসা কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও তিতুমীর কলেজ।
এদিকে পুলিশ বলছে, সাত কলেজের শিক্ষার্থীরা যদি বিভিন্ন সড়কে বিক্ষোভে নামে তাহলে রাজধানীর অনেক সড়ক আটকে গেলে ভয়াবহ যানজট দেখা দেবে।
গতকাল মঙ্গলবার (১৯ এপ্রিল) নিউমার্কেট এলাকায় ছাত্রদের সঙ্গে ব্যবসায়ীদের দিনভর সংঘর্ষের পর আজ বুধবার (২০ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকার সাত কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নামার আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
এ দিকে নিউমার্কেটে সরেজমিনে দেখা গেছে, এই এলাকার আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সকালে তারা নিরাপত্তার বিষয়ে ব্রিফ করেছেন।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, সাত কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভে নামতে পারে বলে আমাদের কাছে তথ্য আছে। এজন্য আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি।
তিনি বলেন, তবে বিভিন্ন কলেজ থেকে যদি ছাত্ররা রাস্তায় নেমে যায়, তখন তো আর নিয়ন্ত্রণে থাকে না। একটা কর্নার থেকে সে রকম চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন জায়গা নজরে রাখা হয়েছে।
উল্লেখ্য, সোমবার রাতে ঢাকা কলেজের কয়েক শিক্ষার্থী নিউমার্কেট এলাকায় দোকানকর্মীদের হাতে মারধরের শিকার হলে তার জেরে রাতের পর মঙ্গলবার দিনভর সংঘর্ষ চলে। এতে একজন নিহত এবং অর্ধশত আহত হন। কলেজ শিক্ষার্থী ও দোকানকর্মীদের সংঘর্ষের কারণে নিউমার্কেট ও ঢাকা কলেজ সংলগ্ন মিরপুর সড়ক মঙ্গলবার সারাদিন বন্ধ ছিল। এতে তীব্র যানজট হয় রাজধানীর অন্য সড়কে।
সংঘর্ষের পর ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এরপর তারা ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মাঠে তৎপর হচ্ছেন। এদিকে সাধারণ মানুষ যাতে কোনো ঝামেলায় না পড়ে সেজন্য পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
কেএম/টিটি
