রাজধানীর গাবতলীতে ব্যাপক যানজট

রাজধানীর গাবতলীতে ব্যাপক যানজট দেখা গেছে। বুধবার (২০ এপ্রিল) সকাল ৮ থেকেই এই রোডে ব্যাপক যানজট লেগে আছে। এই রোডে চলাচলরত একাধিক যাত্রীরা এসব অভিযোগ করেছেন।
আজিমপুর থেকে গাবতলী বাস টার্মিনালে এসেছেন রোজিনা বেগম। তিনি বলেন, ‘সকালে অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টিতে একটু দেরিতে বের হয়েছি, আর রাস্তায় যানজটে পড়েছি।’
মোহাম্মদপুর থেকে যানজটে পড়ে হানিফ পরিবহনের তিন নম্বর কোর্সের গাড়ি মিস করছেন সুজন তরফদার। তিনি বলেন, ‘যানজটে পড়ে আমার গাড়ি মিস হয়েছে। আমি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। সকালটাই আমার খারাপ গেল।’
মহাখালী এলাকা থেকে সিএনজিতে গাবতলী এসেছেন রকি। তিনি বলেন, ‘ভাবতে পারিনি সকাল থেকে রাস্তায় এত যানজট হবে। কোনোভাবে এসে সোহাগ পরিবহনের টিকিট কাটলাম। আগে একবার টিকিটের সিরিয়াল দিয়েছিলাম সময়ের অভাবে আসতে না পারায় সেটি ক্যানসেল করে, নতুন করে আবার টিকিট নিয়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে গাবতলী এলাকায় ডিউটিরত একাধিক ট্রাফিক কর্মকর্তা জানান, সকাল থেকে রাস্তায় ভয়াবহ যানজট। আজ বৃষ্টি হয়েছে এজন্য হয়তো একটু যানজট বেশি।
কেএম/এসএ/
