সন্ত্রাসীদের গুলিতে বাবার কোলে থাকা শিশুর মৃত্যু, শ্যুটারসহ গ্রেপ্তার ৫

চাঞ্চল্যকর ও বহুল আলোচিত নোয়াখালীর বেগমগঞ্জ এলাকায় সন্ত্রাসীদের গুলিতে বাবার কোলে থাকা ৩ বছরের শিশু তাসফিয়া হত্যাকাণ্ডের প্রধান আসামি ও শ্যূটার মো. রিমন ও মহিন উদ্দীনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)।
নোয়াখালী জেলার চর জব্বর থানাধীন চর ক্লার্ক এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে ঢাকাপ্রকাশকে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব মিডিয়া পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন খান।
কমান্ডার খন্দকার আল মঈন খান বলেন, এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিদেশি ও দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, এ বিষয়ে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
কেএম/এসআইএইচ
