শুধু ঢাকা কলেজ নয়
৭ কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে

রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে সাত কলেজের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওই সূত্রটি জানায়, শুধু ঢাকা কলেজের শিক্ষার্থীরা নিউমার্কেটে ব্যবসায়ীদের উপর হামলা করছে বিষয়টি এমন নয়। জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা তাদের সঙ্গে মিলিত হয়ে এ সংঘর্ষের ঘটনায় জড়িয়ে পড়ছে।
ঢাকা কলেজের সামনে কথা হয় বাংলা কলেজের শিক্ষার্থী বেলায়েতের সঙ্গে। তিনি বলেন, ‘আমি বাংলা কলেজের ছাত্র। ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করি। এবার নতুন ভর্তি হয়েছি।’ এখানে আসছেন কেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা ৭ কলেজ একত্রিত হয়েছি। ঢাকা কলেজে আমার ফুফুতো ভাই লেখাপড়া করে। ও আমাকে ফোন করে বলল এ সমস্যা, এজন্য আমি এখানে এসে আন্দোলন করছি।’
তিতুমীর কলেজের অর্থনীতি বিভাগের সাব্বির বলেন, ‘ঢাকা কলেজ আমাদের সাত কলেজের মধ্যে। আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, সেখানে সবাই পোস্ট করল। এ কারণে আমি ঘটনাস্থলে এসে আন্দোলন করছি।’ আসল ঘটনা কী, কী জন্য আন্দোলন করছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা তো জানি না, তবে শিক্ষার্থীদের উপর হামলা কেন জবাব চাই।’
তিতুমীর কলেজের আরেক শিক্ষার্থী আরিফ হোসেন বলেন, ‘গতকাল রাত থেকে ঢাকা কলেজের উপর পুলিশ এবং নিউ মার্কেটের ব্যবসায়ীরা হামলা করে। সকালে এ ঘটনাটা জেনে আমরা তিতুমীর কলেজ ঐক্যবদ্ধ হয়ে তাদের পাশে আছি।’
কবি নজরুল কলেজের আরিফ বলেন, ‘আমরা সাত কলেজের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করি। ঢাকা কলেজ আমার কবি নজরুল কলেজের মতই। আমরা শিক্ষার্থীরা সবাই এক।’
এদিকে মঙ্গলবার (১৯ এপ্রিল) এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজের সব ছাত্রাবাস বন্ধ ঘোষণা করে কলেজ কর্তৃপক্ষ। তবে কলেজ কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে সন্ধ্যার পর ফের রাস্তায় অবস্থান নেয় ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
কেএম/এসএ/
