ছাত্রাবাস না ছাড়ার ঘোষণা শিক্ষার্থীদের, সড়কে অবস্থান

রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা কলেজের সব ছাত্রাবাস। তবে কলেজ কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
কলেজ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের পর আন্দোলনরত শিক্ষার্থীরা মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যার পর ফের সড়কে অবস্থান নেয়। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ হয়।
শিক্ষার্থীরা বলছেন, জীবন চলে গেলেও এই সংকটের সময় ক্যাম্পাস ছেড়ে যাবেন না। তারা এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
আন্দোলনরত শিক্ষার্থী শফিক বলেন, ‘কলেজ কর্তৃপক্ষ আমাদের আবার নির্দেশনা ঘোষণা করেছে। নির্দেশনার পর আমরা কার্যালয় ভাঙচুর করেছি। পরে তিনি বলেছেন, তোমাদের যা ভালো লাগে তা-ই করো।’
আন্দোলনরত শিক্ষার্থী তুহিন বলেন, ‘আমরা দেখব নিউমার্কেটের ব্যবসায়ীরা কীভাবে দোকানপাট খোলে। ওদের কত বড় সাহস ছাত্রদের গায়ে হাত তোলে। আমরা হাল ছাড়ব না। দেখি কলেজ কর্তৃপক্ষ কী করে।’
আন্দোলনরত শিক্ষার্থী শাহীন বলেন, ‘আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। পুলিশ সম্পূর্ণ বেআইনিভাবে আমাদের উপর হামলা করেছে। একক হামলার শিকার হয়েছে। ঈদ পর্যন্ত নিউ মার্কেট বন্ধ থাকবে। মার্কেট খোলা হলেই আমরা ব্যবসায়ীদের উপর আক্রমণ করব।’
এদিকে ঢাকা কলেজ পক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঢাকা কলেজ ক্যাম্পাস ও বিভিন্ন ছাত্রাবাস বন্ধ ঘোষণা করা হলো। কলেজ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে শিক্ষার্থীরা বেআইনি বলে উল্লেখ করেছেন।
মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা কলেজের শহিদ আ ন ম নজিব উদ্দিন খান অডিটোরিয়ামে সম্মিলিতভাবে ছাত্রনেতারা ছাত্রবাস বন্ধের সিদ্ধান্তকে প্রত্যাখ্যানের কথা জানান।
এ সময় ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়েছে। এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। প্রয়োজনে আমরা লাশ হয়ে বের হবো, তবু হল-ক্যাম্পাস ছাড়ব না।’
তিনি আরও বলেন, ‘আমরা অধ্যক্ষকে বলেছি এ ঘটনাটি সুন্দরভাবে সমাধান করতে। তিনি যদি তা না পারেন, তবে তার পদত্যাগ দাবি করছি।’
এর আগে সংঘর্ষ থামাতে এসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন ছাত্রলীগ সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
প্রসঙ্গত, প্রথম দফায় গতকাল সোমবার রাত ১২টার দিকে রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ‘কথা-কাটাকাটি’র জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। আড়াই ঘণ্টা পর সংঘর্ষ থামলেও দ্বিতীয় দফায় আজ মঙ্গলবার সকাল ১০ টার কিছুসময় পরে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা।
এ অবস্থায় আগামী ৫ মে থেকে ঢাকা কলেজের আবাসিক হলগুলো বন্ধের ঘোষণা দেন ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এ টি এম মইনুল হোসেন। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিকেলের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হয়েছে এক নোটিশে।
কেএম/এসএ/
