শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষ: আহত ৫০ জন ঢামেকে

রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় দোকানের কর্মচারী, শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
মঙ্গলবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আসতে থাকেন।
আহত সাংবাদিকরা হলেন- দীপ্ত টিভির সিনিয়র রিপোর্টার আসিফ সুমিত, ক্যামেরাপারসন ইমরান লিপু, এসএ টিভির সিনিয়র ক্যামেরাম্যান কবির হোসেন ও আজকের পত্রিকার সাংবাদিক আল আমিন রাজু।
আহত ঢাকা কলেজের শিক্ষার্থীরা হলেন- মো. রাহাত হোসেন (২২), রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. জসিম (২৩), তৃতীয় বর্ষের ছাত্র আলী হোসেন (২২), অ্যাকাউন্টিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সাদমামতাজ আপন (২৩), তৃতীয় বর্ষের ছাত্র কানন (২৫)।
আহত বিভিন্ন দোকানের কর্মচারীরা হলেন- মো. সাজ্জাদ (২৫), মো. সেলিম (৪২), মো. রাজু (১৬), মো. কাওছার আহমেদ (১৮), মো. আপেল (১৬), মো. সাগর (১৮), মো. রাসেল (১৫), মো. রাহাত (১৯), মো. আরাফাত জামান (১৮), রুবেল (২৫), মো. নাজমুল (২০), মো. রায়হান (১৭), মো. আরিয়ান (১৮), মো. রাসেল (২৬), মো. হৃদয় (১৮), মো. মেহেদী (১৭), মো. শুকুর আলী (১৯), মো. আকন (১৮), মো. নাসির (২৪), মো. রিয়াজ (১৮), মো. সাজ্জাত হোসেন (১৮), ইয়ামিন (১৮), ইমরান (৩০), রাহাত (১৯), রুবেল (২২), শান্ত (১৫), জসিম (১৫), নান্নু (২৪), আলামিন (২৬), পারভেজ (২২), কাজী সুমন (২৬), জসিম (২২), আপেল (৩৪), আলিফ (২২), মহিউদ্দিন (২৬), রুবেল (১৮), শাফিন (২৩), রাহাদ (১৯), মোরসালিনসহ (২৬) অজ্ঞাতনামা আরও ২০ জন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, আমাদের এখানে থেমে থেমে রোগী আসছে। সংঘর্ষে প্রায় অর্ধশত রোগী আহত হয়ে এখানে এসেছেন। তাদের চিকিৎসায় আমাদের কুইক রেসপন্স টিম অ্যাক্টিভ রেখেছি। বেশিরভাগ রোগীর মাথায় আঘাত পেয়ে আমাদের এখানে এসেছেন।
তিনি বলেন, দুজন রোগীর অবস্থা খুবই গুরুতর। আমরা তাদের জরুরি বিভাগের অবজারভেশনে রেখেছি। যাদের কাছে টাকা নেই আমরা তাদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছি। তাদের মধ্যে বেশিরভাগ রোগীদের হাসপাতালে ভর্তি দেওয়া হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, এখানে সাংবাদিক, ছাত্র, কর্মচারীসহ অর্ধশত মানুষ আহত হয়ে হাসপাতালে এসেছেন। এদের মধ্যে মোরসালিন ও অজ্ঞাতনামা এক যুবকের অবস্থা আশঙ্কাজনক। তাদের জরুরি বিভাগের অবজারভেশন সেন্টারে রাখা হয়েছে। আহতদের বেশির ভাগের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
কেএম/আরএ/
