নিউমার্কেটের ব্যবসায়ীরা আজই দোকান খুলতে চান

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে চলমান সংঘর্ষ দ্রুত বন্ধ হবে-এমনটি প্রত্যাশা করছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন।
মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। ইতোমধ্যে বিষয়টি নিয়ে সরকারের শীর্ষ পর্যায় থেকে আলাপ-আলোচনা হয়েছে।
তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি। সম্ভব হলে আজই দোকান খুলে দেবেন ব্যবসায়ীরা। কারণ, এখন ঈদের বাজার ব্যবসায়ীরা দোকান খোলার অপেক্ষায় আছেন।’
তিনি জানান, সংঘর্ষের কারণে নিউমার্কেট ও আশপাশের এলাকার অন্তত ২০টি মার্কেটের দোকানপাট বন্ধ রয়েছে। দোকানপাট বন্ধ থাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। ঈদ কেনাকাটার মৌসুমে এমন ঘটনা দুঃখজনক। তদন্ত সাপেক্ষে বলা যাবে কারা এ ঘটনায় জড়িত।
প্রসঙ্গত, সোমবার রাত ১২টার দিকে রাজধানীর নিউমার্কেট এলাকায় ‘কথা-কাটাকাটির জেরে’ ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় দুই শিক্ষার্থী ও দুই ব্যবসায়ী গুরুতর আহত হন। আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্যও।
এরপর মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে আবারও সংঘর্ষে জড়ান শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। মুখোমুখি অবস্থান নিয়ে তাদের ইট-পাটকেল ছুড়তে দেখা যায়। ছাত্রদের অনেকে হেলমেট পরে হাতে লাঠি নিয়ে সংঘর্ষে জড়ান। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলছিল। সংঘর্ষে প্রায় ৫০ জন শিক্ষার্থী ও ব্যবসায়ী আহত হয়েছেন।
কেএম/এমএমএ/
