ঢাকার প্রধান সড়কে রিকশা বন্ধের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘আশা করি আগামী দুই এক দিনের মধ্যে যানজট কিছুটা হলেও নিয়ন্ত্রণ হবে বলে আমি বিশ্বাস করি।’এ সময় তিনি রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোতে রিকশা চলাচল বন্ধ করারও নির্দেশ দেন।
রাজধানী ঢাকার যানজট পরিস্থিতি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার (১৯ এপ্রিল) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান বলেছেন, আমাদের ঢাকা শহরে অনেকগুলো উন্নয়ন কাজ চলছে। এটি যানজটের একটি কারণ। এ ছাড়া অনেক দিন পর মানুষ কোভিড-১৯ থেকে মুক্ত হয়ে ঘর থেকে বের হয়েছে, এর মধ্যে ঈদের সময় চলে আসছে। সবাই মার্কেটমুখী। এটা হঠাৎ করেই হয়ে গেছে। রাজধানীতে যানজটের কিছু কারণের মধ্যে এটাও একটি কারণ। যানজট নিরসনের জন্য ট্রাফিক পুলিশের সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাহিনী, পুলিশ বিভাগ যথাসাধ্য চেষ্টা করছেন। আগামী সাত দিনে তারা কী করবেন তারও একটা কর্মপদ্ধতি তারা বের করেছেন।
তিনি বলেন, ‘আমার মনে হয়, এলিভেটেড এক্সপ্রেস, মেট্রোরেল ও অন্যান্য ফ্লাইওভারের জন্য কিছু রাস্তায় প্রতিবন্ধকতা আছে। এ ছাড়া হটাৎ করেই কোভিডের কারণে যে বাধ্যবাধকতা ছিল তার বাইরে মার্কেটগুলো চলে আসছে। আপনারা জানেন ছুটির দিনগুলোতেও তারা মার্কেট খোলা রাখছে।’
রাজধানীর প্রধান সড়কগুলোতে রিকশার অবাধ চলাচল এবং মোটর সাইকেলের দৌড়াত্ম্য, এসব কারণও রাজধানীর যানজটের একটা বড় কারণ। এটা সমাধানের উপায় কী? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রিকশা, প্যাডেল চালিত রিকশা যে রিকশাই হোক…কয়েকটা রাস্তা ছিল।
তিনি মহানগর পুলিশ কমিশনারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘কমিশনার মহোদয়, আইজি মহোদয় এটা বন্ধ করে দিতে পারেন।’
জবাবে পুলিশ কমিশনার বলেন, চোখে ফাঁকি দিয়ে দু’একটা চলতে পারে। এ সময় সাংবাদিকরা বলেন, অহরহ চলছে।
স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ কমিশনারকে বলেন, ‘এখন এটা বন্ধ করে দেন। আপনি অ্যানাউন্স করে দেন, আগে যেভাবে রিকশা চলত সেভাবে চলবে।’
এনএইচবি/এমএমএ/