শিক্ষার্থীদের উপর হামলা, ইডেন কলেজ ছাত্রলীগের বিক্ষোভ

ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ। ‘ঢাকা কলেজ শিক্ষার্থীদের উপর হামলা কেন, জবাব চাই’ স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল বের করেন ইডেন কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৯ এপ্রিল) রাজধানীর নিউমার্কেট এলাকায় এ বিক্ষোভ মিছিল করেন তারা।
এ সময় ইডেন কলেজের শিক্ষার্থীরা বলেন, উই ওয়ান্ট জাস্টিস। শিক্ষার্থীদের উপর হামলা কেন। এর জবাব চাই।
তারা আরও বলেন, বাংলাদেশের কোনো শিক্ষার্থীদের উপর হামলা হলে ইডেন কলেজ তাদের পাশে থাকবে। ইডেন কলেজ কোনোভাবেই শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা মেনে নেবে না।
এ সময় তারা শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে, ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান।
এর আগে সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ‘কথা-কাটাকাটির জেরে’ নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। আড়াই ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকাল থেকে নিউমার্কেট এলাকা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। পরে দুই পক্ষ আবারও সংঘর্ষে লিপ্ত হয়।
বর্তমানে নিউমার্কেট এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ডিসি সাজ্জাদ হোসেন।
কেএম/আরএ/
