নিউমার্কেট এলাকায় যান চলাচল স্বাভাবিক

নিউমার্কেট এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ডিসি সাজ্জাদ হোসেন।
মঙ্গলবার (১৯ এপ্রিল) ঢাকাপ্রকাশের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, সংঘর্ষের ঘটনা ঘটার সম্ভাবনা নেই। বর্তমানে যান চলাচল স্বাভাবিক। তবে মার্কেট কবে খোলা হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে মার্কেট খোলা হবে।
কত দিন মার্কেট বন্ধ থাকবে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, হয়ত দু-একদিন নিউমার্কেট বন্ধ থাকতে পারে। পরে এ বিষয়ে জানানো হবে।
এর আগে সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ‘কথা-কাটাকাটির জেরে’ নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। আড়াই ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকাল থেকে নিউমার্কেট এলাকা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এতে নিউমার্কেটের সব দোকানপাট বন্ধের সঙ্গে সড়কের উভয় পাশে যানবাহন চলাচলও বন্ধ থাকে।
কেএম/আরএ/
