নিউমার্কেট পরিস্থিতি নিয়ন্ত্রণে, যা বললেন ছাত্রলীগ সভাপতি ও পুলিশ

নিউমার্কেট এলাকায় যাতে ব্যবসায়ীরা ভালোভাবে ব্যবসা করতে পারে, তাদের যাতে কোনো অসুবিধা না হয় একই সঙ্গে শিক্ষার্থীরা যেন ক্ষোভ প্রকাশ না করে সে বিষয়টি মাথায় রেখে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
এ সময় তারা বলেন, বর্তমান সরকার অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করছে আমরাও সরকারের সঙ্গে অর্থনৈতিকভাবে উন্নয়ন করার জন্য কাজ করছি। কোনভাবেই ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না এবং শিক্ষার্থীদের অসম্মান করা হবে না।
মঙ্গলবার (১৯ এপ্রিল) নিউমার্কেট এলাকায় এসে ব্যবসায়ীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: নিউমার্কেট এলাকা রণক্ষেত্র, সংঘর্ষের ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পুলিশ
এ সময় জয় বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আমি কথা বলেছি তারা বলেছেন যাতে আর কোনো সংঘর্ষের ঘটনা ঘটে। তারা আমাকে আশ্বস্ত করেছে আর কোনো সংঘর্ষের ঘটনা ঘটবে না। আপনাদের সঙ্গে কথা বলছি আপনারা ও নীরব হয়ে যান কোনো শিক্ষার্থীর গায়ে হাত দিবেন না। বিষয়টি আমরা দেখছি।
ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক লেখক এবং জয়ের কথা বলার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদ হোসেন বলেন, বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।
‘আশা করি আর কোন ধরনের সংঘর্ষের ঘটনা ঘটবে না। ছাত্রলীগের প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক আমাদের সঙ্গে কথা বলেছেন তারা আশ্বস্ত করেছে আর কোন সমস্যা হবে না,’ যোগ করেন তিনি।
এ ঘটনায় কতজন আহত হয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জানতে পেরেছি বেশ কয়েকজন আহত হয়েছেন তবে কেউ নিহত হননি।
গতকাল সোমবার রাতের সংর্ঘষের জের ধরে আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে আবারও সংঘর্ষ শুরু হয়। এখন নিউ মার্কেটের সামনের রাস্তা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে।
এর আগে সোমবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ‘কথা-কাটাকাটির জেরে’ নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। আড়াই ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
আরও পড়ুন: সংঘর্ষের জেরে ঢাকা কলেজের হল বন্ধ ঘোষণা
মধ্যরাতে নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থী, পুলিশ ও ব্যবসায়ীদের ত্রিমুখী সংঘর্ষ হয়। এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকাল থেকে নিউমার্কেট এলাকা অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। এতে নিউমার্কেটের সব দোকানপাট বন্ধের সঙ্গে সড়কের উভয় পাশে যানবাহন চলাচলও বন্ধ হয়ে গেছে।
শিক্ষার্থী ও পুলিশ সূত্র জানায়, সোমবার দিবাগত রাত ১২টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। উত্তেজনা চলে ভোর পর্যন্ত। এ ঘটনার জের ধরে নিউমার্কেট খুলতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
এদিকে ঢাকা কলেজের মঙ্গলবারের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে কলেজের সব শিক্ষককে সকাল ১০টায় ক্যাম্পাসে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ অনুরোধ জানিয়েছেন।
এর আগে সংঘর্ষের শুরুর দিকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। এ সময় উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা ব্যর্থ হলে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছোড়ে পুলিশ। এক পর্যায়ে সংঘর্ষ থামলেও নিউমার্কেট এলাকাজুড়ে রাতভর উত্তেজনা বিরাজ করে।
কেএম/এমএমএ/
