সংঘর্ষের কারণে শহরজুড়ে ছড়িয়ে পড়েছে যানজট

নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষের জেরে ঢাকা শহরজুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে। নিউমার্কেট, আজিমপুর, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা তো বটেই, সারা ঢাকা শহরেই ছিল অস্বাভাবিক যানজট।
রমজান মাস। তার উপর তীব্র গরমের মধ্যে হঠাৎ এমন যানজটে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। ফার্মগেটে বাসের মধ্যে আটকে থাকা একজন রফিকুল ইসলাম বললেন, ‘এক ঘণ্টা ধরে বাস ইঞ্চি ইঞ্চি চলছে। মনে হচ্ছে অনন্তকাল লাগবে আমার মতিঝিল পৌঁছাতে।’
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে তেজগাঁও, সাতরাস্তা, তিব্বত, নাবিস্কো, মহাখালী, বনানী পর্যন্ত যানজট ছড়িয়ে পড়েছে। এ সময় বাসগুলোকে শামুকের গতিতে এগোতে দেখা যায়।
যানজটে আটকে পড়ে প্রখ্যাত কথাসাহিত্যক আনিসুল হক লাইভ করেন। সেখানে আনিসুল হক বলছেন, ‘এক ঘণ্টা ২০ ফুট এগোতে পেরেছেন।’ সংসদ ভবনের সামনে আটকা পড়ে গাড়িতে বসে লাইভ করেন তিনি।
লাইভে আনিসুল হক বলেন, ‘আকাশটা অনেক সুন্দর। একঘণ্টা ধরে এখানে যানজটে আটকে আছি। ভবিষ্যতে আরও অনেকক্ষণ আটকে থাকতে হবে। ততক্ষণে আমার ফোনের চার্জ চলে যাবে। চার্জার নিয়ে যেহেতু বের হইনি।’
আরইউ/এমএমএ/
