সংঘর্ষের জেরে ঢাকা কলেজের হল বন্ধ ঘোষণা

ঢাকা কলেজের আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ৫ মে পর্যন্ত কলেজ বন্ধ থাকবে। শিক্ষার্থীদের মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকাল ৫টা মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বেলা ৩টা দিকে ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ টি এম মইনুল হোসেন এই নির্দেশ জারি করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা কলেজের সকল আবাসিক শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে, উদ্ভূত পরিস্থিতিতে অদ্য ১৯ এপ্রিল ২০২২ মঙ্গলবার থেকে ৫ মে ২০২২ তারিখ বৃহস্পতিবার পর্যন্ত ঢাকা কলেজের হলসমূহ বন্ধ ঘোষণা করা হলো। অদ্য মঙ্গলবার বিকালের মধ্যে ছাত্রাবাস খালি করার নির্দেশ দেওয়া হল।’
এর আগে ব্যবসায়ীদের সঙ্গে রাতের সংঘর্ষের ঘটনার পর মঙ্গলবার কলেজ বন্ধ এবং সব ধরণের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।
সোমবার (১৮ এপ্রিল) রাত ১২টার দিকে নিউমার্কেটে একটি খাবারের দোকানে খাবারের দাম নিয়ে দোকানের কর্মীদের সঙ্গে কয়েকজন শিক্ষার্থীর বিতণ্ডার জের ধরে ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে ব্যবসায়ী ও দোকানকর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে মঙ্গলবার সকাল থেকে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত করেছে।
এপি/
