আজ থেকে অনির্দিষ্টকালের জন্য নিউমার্কেট বন্ধের হুঁশিয়ারি শিক্ষার্থীদের

রাজধানীর নিউমার্কেটে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য নিউমার্কেট বন্ধের হুঁশিয়ারি করেছে বলে জানিয়েছে রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান। তিনি বলেন, শিক্ষার্থীদের ও ব্যবসায়ীদের সংঘর্ষ বন্ধ করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৫০ রাউন্ড টিয়ারশেল মারা হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে কথা কাটাকাটির জেরে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের এ সংঘর্ষ হয়।
সাজ্জাদুর রহমান বলেন, শিক্ষার্থীরা হুঁশিয়ার করে বলেছেন আগামীকাল (মঙ্গলবার) মার্কেট খুলতে দেওয়া হবে না। সেটাকে উড়িয়ে দেওয়া যায় না। তবে ঈদের আগ মুহূর্তে এটা যৌক্তিক নয়। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আমরা কাজ করছি বিস্তারিত পরে জানানো যাবে।
এদিকে ঢাকা কলেজের সামনে থেকে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বারবার বলছেন, 'শিক্ষার্থীদের উপর হামলা কেন? আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য নিউমার্কেট বন্ধ থাকবে। কেউ নিউমার্কেট খুললে আমরা আবারও জেগে উঠব।'
'নিউ মার্কেট খোলা যাবে না, কাল থেকে ঈদ পর্যন্ত বন্ধ থাকবে'- বলে বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ঢাকা কলেজের মাস্টার্সের দুই শিক্ষার্থী রাত ১১টার দিকে নিউমার্কেটে কেনাকাটা করতে যান। কেনাকাটা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়েছে, এমন খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে নিউমার্কেট এলাকায় যান ঢাকা কলেজের শিক্ষার্থীরা। পরে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে ছাত্রদের ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ২০ শিক্ষার্থী আহত হয়।
এদের মধ্যে দুজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাত আড়াইটার দিকে নিয়ে যাওয়া হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক তাকে আইসিইউতে চিকিৎসা দিচ্ছেন বলে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
তিনি বলেন, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে ঢাকা কলেজের দুই শিক্ষার্থী আহত হয়েছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। এদিকে সংঘর্ষের ঘটনায় দুই ব্যবসায়ী আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
কেএম/টিটি
