রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রাজধানীর বিমানবন্দর এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রেখা আক্তার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে রেখাকে মৃত ঘোষণা করেন।
রেখা আক্তারকে হাসপাতালে নিয়ে আসা মোটরসাইকেল চালক মো. শিপন জানান, আব্দুল্লাহপুর যাবেন বলে তেজগাঁও সাতরাস্তা থেকে তার মোটরসাইকেলে উঠেন ওই নারী। পথে বিমানবন্দর ছাপড়া মসজিদের দক্ষিণ পাশে পেছন থেকে কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে গুরুতর আহত হন রেখা। সামান্য আহত হন চালক শিপন। পরে তিনি রেখাকে ঢামেকে নিয়ে এলে চিকিৎসকরা রেখাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। মোটরসাইকেল চালক শিপনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ক্যাম্পে আটক করে রাখা হয়েছে। নাম ছাড়া ওই নারীর বিস্তারিত ঠিকানা এখনো জানা যায়নি।
আরএ/
