'চাল চোর' স্লোগান দিয়ে ডিএসসিসি কাউন্সিলরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

চাল চোর স্লোগান দিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৩১ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোহাম্মদ আলমগীরকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকার সাধারণ মানুষ।
শনিবার (১৫ এপ্রিল) রাতে বংশাল থানার সামনে স্থানীয় মানুষ এ বিক্ষোভ করেন বলে নিশ্চিত করেছেন বংশাল থানার ডিউটিরত কর্মকর্তা। এছাড়া বিক্ষোভের বিষয়টি নিশ্চিত করে অত্র এলাকার আন্দোলনরত বাসিন্দা হাবিবুল ইসলাম সুমন বলেন, এখন বিক্ষোভ মিছিলটি বন্ধ হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানাতে পারবো।
৩১ নাম্বার ওয়ার্ডের একাধিক বাসিন্দা অভিযোগ করে বলেন, সাবেক মেয়র সাঈদ খোকন আমাদের এলাকার গরিব মানুষদের জন্য কিছু চাল ত্রাণ দিয়েছেন। সে সব চাল কাউন্সিলর আলমগীর এবং তার লোকজন চুরি করে খেয়ে ফেলছেন। এই ত্রাণ নিতে তিনি পছন্দমত নিজের লোকজনকে কার্ড দিয়েছেন। আমরা গরিব মানুষ এই ত্রাণ পেলাম না। আমরা এই চাল চোরকে গ্রেপ্তারের জন্য দাবি জানাই। আমরা জনগণ আলমগীরকে কাউন্সিলর হিসেবে চাইনা।
এ বিষয়ে জানতে চাইলে ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোহাম্মদ আলমগীর ঢাকাপ্রকাশ-কে বলেন, এলাকার লোকজন এবং বিএনপির কিছু লোকজন মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি এ বিষয়ে কিছু জানি না। দুপুরবেলায় শুনেছি এলাকার লোকজন আমার উপর ক্ষেপে আছে কিন্তু কী কারণে আমি বুঝতে পারিনি। এখন আপনি বললেন আমার এলাকার বাসিন্দারা আমাকে চাল চোর বলে আন্দোলন করছে। আসলে এ বিষয়ে আমি কিছুই জানিনা।
তিনি আরও বলেন, আমি চাল চোর না, জনগণের সেবক। কোথাও ভুল বোঝাবুঝি হচ্ছে।
ত্রাণ আত্মসাতের অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর আলমগীর বলেন, দুপুরের দিকে সাবেক মেয়র সাঈদ খোকন এলাকার গরিব মানুষকে দেওয়ার জন্য কিছু চাল আমাকে পাঠিয়েছেন। আমার লোকজন গরিব মানুষদের কিছু কার্ড দিয়েছে। অনেকে এই কার্ড পায় নাই এজন্য হয়তো তারা আন্দোলন করছে। তবে বিষয়টি বর্তমানে মীমাংসার মধ্যে আছে।
কেএম/এএস
