খিলক্ষেতে মাটিচাপা দেওয়া তরুণীর মরদেহ উদ্ধার

রাজধানীর খিলক্ষেত ৩০০ ফিট রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক তরুণীর (২২) অর্ধ মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৬ এপ্রিল) সকালের দিকে খবর পেয়ে ওই মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী সাব্বির আহমেদ জানান, শনিবার সকালে খিলক্ষেত ৩০০ ফিট রাস্তার পাশে মাটিচাপা দেওয়ার মতো অবস্থায় ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। শুক্রবার রাতের যে কোনো সময় এই হত্যাকাণ্ড ঘটতে পারে।
সিআইডির ফরেনসিক টিম তরুণীর ফিঙ্গারপ্রিন্টসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে ও ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে জানান এই কর্মকর্তা।
এএইচ/এএস
