রাজধানীর পুরান ঢাকার প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর পুরান ঢাকার শহীদ নগর বউ বাজারের ৪ নং গলিতে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে সর্বশেষ ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করেছে।
শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে ঢাকাপ্রকাশকে এ তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।
তিনি বলেন, ‘একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। সেটা একটি টিনশেড কারখানা। ফায়ার সার্ভিস খবর পেয়ে ১২টা ১৪ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।’
তিনি আরও বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা প্রাথমিকভাবে এখনো জানা যায়নি।’
কেএম/এসএ/
