উত্তরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নারীসহ নিহত ৩

রাজধানীর উত্তরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নারীসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) উত্তরার আজমপুর এলাকায় আমির কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- এনামুল, হনুফা ও অনিক।
নিহত হনুফার মেয়ে সাদিয়া সুলতানা এসব তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, নিহতদের গ্রামের বাড়ি বরিশালে গৌরনদীতে। তারা বর্তমানে রায়েরবাজার এলাকায় থাকতেন।
হনুফার মেয়ে সাদিয়া সুলতানা বলেন, ভোরে এনামুলের মোটরসাইকেলে করে অনিকের অসুস্থ বাবা ইয়াকুবকে দেখতে গাজিপুর বোর্ডবাজার এলাকায় যাচ্ছিলেন হনুফা বেগম। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে। তার মা বাসা-বাড়িতে কাজ করেন। আর রায়েরবাজারে রিকশা মেরামতের গ্যারেজে কাজ করত অনিক।
এ ব্যাপারে জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আকতারুজ্জামান ইলিয়াস বলেন, আজমপুর রবীন্দ্র সরণি এলাকায় একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে হনুফা ও এনামুল মারা যায়। এদের সঙ্গে থাকা অনিক নামে একজনকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যান। ঘটনার তদন্ত চলছে বিস্তারিত পরে জানানো যাবে।
কেএম/এসআইএইচ
