রাজধানীতে বিভিন্ন প্রতিষ্ঠানে র্যাবের অভিযান-জরিমানা

রাজধানীর লালবাগ, কেরাণীগঞ্জ ও কামরাঙ্গীরচর এলাকায় অনুমোদনহীন নকল প্রসাধনী ও অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও বিক্রি করায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন প্রতিষ্ঠানকে ৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) র্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল রাজধানীর লালবাগ, কেরাণীগঞ্জ ও কামরাঙ্গীরচর এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে এসব জরিমানা আদায় করেন।
বুধবার (১৩ এপ্রিল) র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব এসব তথ্য নিশ্চিত করে জানান, বিএসটিআই'র প্রতিনিধির উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এএসপি এনায়েত কবির সোয়েব বলেন, অনুমোদনহীন নকল প্রসাধনী ও অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে “জি বাংলা বেকারিকে” এক লাখ টাকা, “বিসমিল্লাহ চানাচুরকে” এক লাখ টাকা, “এ্যাঞ্জেল ফুডকে” এক লাখ টাকা, “মাস্টার নুডুলসকে” এক লাখ টাকা, “মদিনা নুডুলসকে” এক লাখ টাকা, “সালামা কসমেটিক্সকে পঞ্চাশ হাজার টাকা, “মায়ের দোয়া বেকারিকে” এক লাখ ও “নাম বিহীন একটি প্রসাধনী উৎপাদনকারী কোম্পানিকে” তিন লাখ টাকাসহ করে মোট ৮টি প্রতিষ্ঠানকে সর্বমোট নয় লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে মোবাইল কোর্ট থেকে প্রায় দশ লাখ টাকা মূল্যের এক ট্রাক নকল প্রসাধনী জব্দ ও ধ্বংস করা হয়।
কেএম/এএস
