রাজধানীতে ৪৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর দারুস সালাম থানাধীন এলাকা থেকে ৪৯ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-৪)। এ সময় তার কাছ থেকে ২টি মোবাইল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারির নাম মো. আল মামুন (২৫)। তার গ্রামের বাড়ি বগুড়া জেলায়।
বুধবার (১৩ এপ্রিল) সকালে দারুস সালাম থানার গাবতলী এলাকায় অভিযান পরিচালনা করে মাদকসহ ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করে র্যাব-৪।
র্যাব-৪ এর অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক এসব তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে গ্রেপ্তারকৃত আসামি বেশ কিছুদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ ও বিক্রয় করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে তাকে ধরা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কেএম/এসআইএইচ
