রাজধানীতে যানজটে অতিষ্ঠ সাধারণ মানুষ

রাজধানীতে যানজটের কবলে পড়ে নাকাল অবস্থায় পড়েছেন নগরবাসী। প্রায় প্রতিদিন যানজটের যন্ত্রণায় ভুগছে তারা। রাজধানীতে বসবাসরত মানুষের অভিযোগ, দিন-রাত যানজটে ভুগলেও দেখার কেউ নেই। যানজট রোধে সরকারিভাবে ও তেমন কোনো পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে না। সব মিলিয়ে প্রতিদিন জনগণের দুর্ভোগই বাড়ছে আর চলাচলরত সাধারণ মানুষের কষ্ট হচ্ছে।
সাধারণ মানুষের অভিযোগ, একদিকে রমজান, গরম, অন্যদিকে রাস্তায় বের হলে শব্দ দূষণ আর যানজটের শিকার হতে হচ্ছে। দিন যত যাচ্ছে, রাজধানীতে যানজটের পরিমাণ ততই বাড়ছে।
চলাচলরত সাধারণ মানুষ বলেছেন, রাজধানীতে যানজট অসহনীয়। যানবাহনে বসে না থেকে হেঁটেই চলাচল করা ভাল কারণ, যানবাহনের থেকে হেঁটেই নিজ গন্তব্যে তাড়াতাড়ি যাওয়া যাবে।
বুধবার (১৩ এপ্রিল) সকাল থেকে রাজধানীর নিউমার্কেট, আজিমপুর, গুলিস্থান, শাহবাগ, মৎস্য ভবন মোড়, হাইকোর্টের মোড়, মালিবাগ, শান্তিনগর, রামপুরা, মেরুল বাড্ডা উত্তর, বাড্ডা, মহাখালী, সাতরাস্তা, মিরপুর, সাত রাস্তাসহ বিভিন্ন এলাকা ঘুরে যানজটের এসব চিত্র ছিল চোখে পড়ে।
দেখা গেছে, রমজানের শুরু থেকেই রাজধানীতে ভয়ংকর যানজটের দৃশ্য। যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কাজ করলেও কোনো ভাবে যানজট কমছে না। যানজটে নাকাল রাজধানীবাসী।
ট্রাফিক পুলিশ বলছে, যানজট নিরসনে আমরা কাজ করছি কিন্তু রাস্তা খোঁড়াখুঁড়ি ও মেট্রো রেলের কাজ চলমান থাকার কারণে রাস্তায় অতিরিক্ত যানজট দেখা যাচ্ছে ।
মিরপুরের যাত্রী শাকিব বলেন, অসহনীয় যানজট এখন রাজধানীতে, যানবাহন থেকে হাঁটার গতি বেশি। তাই হেঁটেই নিজ গন্তব্যে সাধারন মানুষ।
প্রেসক্লাব মোড়ে কথা হয় মাকসুদুল আলমের সঙ্গে। তিনি বলেন, রাজধানীতে শব্দ দূষণ আর যানজটের কবলে পড়ে নাকাল অবস্থা আমাদের। এ দুর্ভোগ দেখার কেউ নেই!
শাহবাগ মোড়ে কথা হয় সাভারের যাত্রী নজরুল মিয়ার সঙ্গে। তিনি বলেন, রাস্তায় বাস চলছে সামান্য সময় কিন্তু একটি সিগনালে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ৩০-৪০ মিনিট। আবার কোনো যায়গায় ঘণ্টা পার হয়ে গেলেও গাড়ি চলছে না।
মিরপুরের যাত্রী মিয়া হোসেন বলেন, এদিকে রোজা অন্যদিকে গরম পুরা যানজটে অস্থির হয়ে গেছি। এ জন্য মৎস্য ভবন থেকে বাংলামোটর পর্যন্ত হেঁটে এসেছি, কাওরান বাজার গিয়ে গাড়িতে উঠব।
যানজটের বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্টে ডিউটিরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট অপু বলেন, রাস্তার লেন যদি সঠিক মত না চলে তাহলে যানজট বেশি দেখা দেয়। রাজধানীতে প্রায় প্রতিদিন যানজট হচ্ছে এর কারণ হলো মেট্রোরেলের কাজ চলমান থাকায় রাস্তার ছোট হয়ে গেছে এবং প্রাইভেটকারের সংখ্যা বাড়ছে।
এলিফ্যান্ট রোডে কথা হয় সুমন নামের এক ব্যক্তির সঙ্গে। তিনি বলেন, ঢাকা শহরে এখন যানজটের শহরে পরিণত হয়েছে। এ সমস্যার সমাধান হবে কবে?
পলাশী মোড়ে ডিউটিরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট রাজু আহমেদ বলেন, সকাল দশটার পর রাজধানীতে যানজট বেড়ে যায়। কারণ, নিউমার্কেটে বেশি গাড়ির চাপ থাকে, রাস্তার লেন সঠিক মতো চলে না, এ জন্য বেশি যানজট তৈরি হয়। তবে যানজট নিরসনে আমরা সব সময় কাজ করছি।
শাহবাগে ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো রায়হান বলেন, শাহবাগে বেশি যানজট হওয়ার কারণ হল মেট্রোরেল, এর কারণে রাস্তাটি একেবারে ছোট হয়ে আছে। রাস্তায় গাড়ি ধরে কম এজন্য যানজট বেশি থাকে।
কেএম/এমএমএ/
