যানজট নিরসনের দায়িত্ব নিচ্ছে না কেউ: ইলিয়াস কাঞ্চন

যানজট নিরসনে শুধু কথা হচ্ছে, কেউ দায়িত্ব নিচ্ছে না বলে অভিযোগ করেছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
সোমবার (১১ এপ্রিল) রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স এসোসিয়েশন (ডুরা) আয়োজিত ‘অসহনীয় যানজট: সমাধান কী’ শীর্ষক সংলাপে ইলিয়াস কাঞ্চন এ কথা বলেন।
ইলিয়াস কাঞ্চন বলেন, যানজটের দায়িত্ব কে নেবে? দায়িত্বটা কার? দায়িত্ব তো কেউ নিচ্ছে না। আমাদের মেয়র সাহেবের যে বাস রুট রেশনালাইজেন করেছে সেটাই বা কী হয়েছে? তাহলে ক্যামনে হবে?
নারায়ণগঞ্জের উদাহরণ টেনে ইলিয়াস কাঞ্চন বলেন, ওখানকার পুলিশ কমিশনার বলেছেন এবং সেখানে যানজট মুক্ত করেছেন। চেষ্টা থাকলেই হয়। সেখানে ফুটপাত মুক্ত করা হয়েছে। ব্যাটারিচালিত গাড়ি নারায়ণগঞ্জে ঢুকতে দেওয়া হচ্ছে না। আপনি যান নারায়ণগঞ্জে যেখানে বেশি যানজট থাকে সেখানে যান দেখেন এখন কী অবস্থা।
মঞ্চে বসে থাকা প্রধান অতিথি স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামকে উদ্দেশ্য করে ইলিয়াস কাঞ্চন বলেন, আমরা শুধু বলছি করতে হবে। আমরা কেউ দায়িত্ব নিচ্ছি না। কে করবে কাজ? আপনি বললেন আপনারা ১৩ বছর ধরে ক্ষমতায় আছেন। ১৩ বছরে আমরা দেখলাম শুধু ধূলাবালি আর এয়ারপোর্ট রোডে দেখলাম পিলার ফেলে রেখেছেন। কেন পিলার ফেলে রাখবেন ১২ বছর ধরে?
প্রোপারলি তো কাজটা করতে হবে মন্তব্য করে ইলিয়াস কাঞ্চন বলেন, একটা কাজ শেষ না হলে তাকে শাস্তি না দিয়ে পুরস্কৃত করা হচ্ছে। পৃথিবীর কোথায় আছে কোনো প্রকল্প ৫ বছরে শেষ করতে না পারলে উল্টো কন্ট্রাক্টরকে টাকা দেওয়া হয়?
সিকিউরিটি মানি কেন রাখা হয়? রাখা হয় কারণ কন্ট্রাক্টর যদি সময়তো কাজ না করে তাহলে তার সিকিউরিটি মানি নিয়ে নেবে সরকার। আর আমরা হাজার কোটি পুরস্কৃত করি তাদের।
সড়কের সুষ্ঠু ব্যবস্থাপনা হচ্ছে না অভিযোগ করে ইলিয়াস কাঞ্চন বলেন, এই জিনিসগুলো বুঝতে হবে। এগুলো না হলে যতই কথা বলি না কেন কোনো লাভ হবে না। এখনো বলব আমাদের যে রাস্তা আছে যে গাড়ি আছে যে মানুষ আছে সুষ্ঠু ব্যবস্থাপনা যদি করা যায় তাহলে এখনো সমস্যা সমাধান করা সম্ভব। যদি চাই আমরা।
রাস্তায় গাড়ি পার্কিং করে রাখা প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, এখন এই যে বললেন রাস্তা বানাতে হবে। রাস্তা বানিয়ে লাভ কী? চার লেনের রাস্তার দুই লেন বাস পার্কিং করে বন্ধ করে রাখবেন তা তো হবে না। আগে আপনাকে চিন্তা করতে হবে রাস্তা বানাবো কেন? পার্কিং করে রাখার জন্য রাস্তা বানাব নাকি চলাচলের জন্য বানাব?
ডুরার সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক শাহেদ শফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন বুয়েটের পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক ড. মো. শামসুল হক। নগর পরিকল্পনাবিদ স্থপতি মোবাশ্বের হোসেন, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ড্যাপের প্রকল্প পরিচালক আশরাফুল ইসলাম অন্যান্যের মধ্যে বক্তব্য দেন।
আরইউ/এমএমএ/
