ঢাকা সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাকা সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ এপ্রিল) নগর ভবনের শীতলক্ষ্যা হলে অনুষ্ঠিত এই ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ও ঢাকা সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
রবিবার ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক লায়ন শরীফ আলী খানের সঞ্চালনায় উক্ত ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে ঢাকা সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য ও রাজউক চেয়ারম্যান এবিএম আমিন উল্লাহ নূরী, দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, ঢাকা ও নারায়নগঞ্জ সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আজীবন সদস্যরা, যুব ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।
আরইউ/এমএমএ/
