সাভারে বেপরোয়া কিশোর গ্যাং

সাভারে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে কিশোর গ্যাং। পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় এসব কিশোর গ্যাংয়ের সদস্যদের মধ্যে মারামারি বেড়েই চলছে। শুক্রবার (৮ এপ্রিল) রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের এক সদস্যকে কুপিয়ে জখম করেছে অপর কিশোর গ্যাংয়ের সদস্যরা। শনিবার সকালে এ বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ওসি (তদন্ত) মমিনুল ইসলাম। ।
আহত আমিন (১৪) শিমুলতলা এলাকার স্থানীয় চা দোকানী আব্দুল লতিফের ছেলে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছে তার পরিবার।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে সবাই মসজিদে তারাবির নামাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ সাভারের শিমুলতলা সিআরপি রোডের শিপনের মুদি দোকানের সামনে পাশের জুতার কারখানার গলি থেকে ইয়াসিন হৃদয়ের নেতৃত্বে জড়ো হয় তার গ্যাংয়ের সদস্যরা। এ সময় শিমুলতলার দিক থেকে দৌঁড়ে এসে তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় আরেক গ্যাংয়ের সদস্যরা। এক পর্যায়ে স্থানীয় ও পাশের এলাকা থেকে আসা কিশোর গ্যাংয়ের সদস্যরা মারামারি ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় কিশোর গ্যাং সদস্য আমিনের পিঠে ছুরিকাঘাত করে ও দা দিয়ে কুপিয়ে পালিয়ে যায় পার্শ্ববর্তী শাহীবাগ এলাকার পাপ্পু, হাবিব, অনিক মুন্নাসহ অপর কিশোর গ্যাং সদস্যরা। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহত আমিনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ সময় তারা আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ ও আহত কিশোরের রক্তমাখা জুতাসহ ঘটনার বিভিন্ন আলামত সংগ্রহ করে।
জানা গেছে, বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আমিনের চিকিৎসা চলছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
কান্না জড়িত কন্ঠে আমিনের মা রিনু বেগম বলেন, আমার ছেলেকে যারা এভাবে কুপিয়ে জখম করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, মামলা দায়েরের পর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
এসআইএইচ
