রাজধানীর সায়দাবাদ-গুলিস্তান-যাত্রাবাড়ী এলাকায় ব্যাপক যানজট

রাজধানীর সায়দাবাদ-গুলিস্তান-যাত্রাবাড়ী ও মেয়র হানিফ ফ্লাইওভার থেকে নামার পথের সড়কে ব্যাপক যানজট দেখা গেছে।
শনিবার (৯ এপ্রিল) সকালের পর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট বাড়তে দেখা যায়। একাধিক ট্রাফিক পুলিশের সদস্য ও চলাচলরতরা জানান, রমজানের আগে থেকেই রাজধানীতে যানজট লেগে আছে।
কথা হয় সায়দাবাদ থেকে গুলিস্তানের যাত্রী গণমাধ্যমকর্মী সবুজের সঙ্গে। তিনি বলেন, ভেবেছি আজ শনিবার রাস্তা একটু ফাঁকা থাকবে, কিন্তু রাস্তায় বের হওয়ার পর দেখি সায়দাবাদ এলাকা ও গুলিস্তানের বিভিন্ন সড়কে ব্যাপক যানজট। ২০ মিনিটের পথ যেতে সময় লেগেছে ১ ঘণ্টারও বেশি।
হানিফ ফ্লাইওভার থেকে নামার সময় কথা হয় রঞ্জনের সঙ্গে। তিনি বলেন, ঢাকার বিভিন্ন রাস্তায় যানজট লেগেই আছে। এ যানজট শেষ হবে কবে। আমি কদমতলীর মুন্সিগঞ্জ মার্কেট থেকে এসেছি। প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার আসতে হয়। রোজার কয়েকদিন দেখছি এই রাস্তাটায় ২৪ ঘণ্টাই যানজট।
গুলিস্তান ফায়ার সার্ভিস মোড়ে কথা হয় হাবিবুর রহমানের সঙ্গে। তিনি বলেন, মানুষ মনে হয় ঈদের কেনাকাটা শুরু করেছে। এজন্য গুলিস্তানের আশপাশে অসংখ্য মানুষের ভিড় ও যানজট।
এ বিষয়ে কথা হয় গুলিস্তান মোড়ে ডিউটিরত ট্রাফিক পুলিশের সদস্য এলাহী এমাম মোল্লার সঙ্গে। তিনি বলেন, একদিকে রোজা অন্যদিকে যানজট। সকাল ১১টার পর থেকে আজ গুলিস্তানে সাধারণ মানুষের চলাচল বেশি মনে হচ্ছে।
হানিফ ফ্লাইওভার থেকে নামার মোড়ে ডিউটিরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট এ এম মোর্শেদ বলেন, এই রাস্তাটি একটু ছোট, তা ছাড়া এক লাইনে গাড়ি থাকে। এজন্য বেশি যানজট মনে হয়।
আজ শনিবার, এ রাস্তা তো ফাঁকা থাকার কথা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রোজার শুরুতেই অনেক মানুষ কেনাকাটা শুরু করে, গুলিস্তানে যেহেতু অনেক শপিংমল, মানুষ কেনাকাটা করতে এদিকে আসে, এজন্য হয়তো একটু বেশি যানজট তৈরি হচ্ছে।
কেএম/টিটি
