ওয়াসার পানিতে মিলল জোঁক

ওয়াসার পানি নিয়ে অভিযোগের শেষ নেই। রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে পানির তীব্র সংকট। অনেক এলাকাতেই পানি মিলছে না আবার মিললেও তা ব্যবহার উপযোগী না।
অনেকেই অভিযোগ করছেন পানিতে প্রচুর পরিমাণে ময়লা, পোকা ও জোঁক পাওয়া যাচ্ছে। দিনের অনেকটা সময় কোনো পানিই থাকে না আবার মাঝে মাঝে পানি পাওয়া গেলেও সেটা ব্যবহার করার মতো নয়।
রাজধানীর মিরপুরের মধ্যমনিপুর এলাকার বাসিন্দা এম মাহবুব আলম অভিযোগ করেন তার বাসায় পানির অবস্থা খুব খারাপ। ‘আমার বাসায় মাঝে মাঝেই গন্ধ ও ময়লাযুক্ত পানি আসে, সঙ্গে পোকা ও জোঁক থাকে,’ যোগ করেন তিনি।
মঙ্গলবার (৫ এপ্রিল) মাহবুব সকালে তার বাসার পানিতে জোঁক পেয়ে সেটা তার মোবাইল ফোন সেটে ভিডিও ধারণ করেন। তিনি বলেন, ‘আমার বাসার পাশের অনেক বাসাতে পানি না পেয়ে, মালিকরা বাধ্য হয়ে সাবমার্সিবল পাম্প বসিয়েছেন।’
এদিকে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানও স্বীকার করেছেন যে তার নিজের বাসার পানিতেও গন্ধ পাওয়া যায় ।
তিনি বলেন, ‘আমাদের ৫ থেকে ১০ শতাংশ জায়গার মধ্যে পাইপ ফাটা থাকে। যখনই অভিযোগ পাই সঙ্গে সঙ্গে আমরা তা ঠিক করে দেই। তারপরও কিছু জায়গায় সমস্যা হয়। নয়াপল্টনে আমার নিজের বাসার পানিতেও গন্ধ আছে।’
তিনি জানান, এতে চিন্তিত হওয়ার কিছু নেই। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘শীতলক্ষ্যার চরম দূষিত পানি পরিশোধনের পরও তাতে অ্যামোনিয়ার গন্ধ থেকে যায়। তাই কিছু এলাকার পানিতে এ গন্ধ থাকে।’ তিনি নগরবাসীকে পানি ফুটিয়ে খাওয়ার পরামর্শ দেন।
মঙ্গলবার (৫ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে এক সংলাপে এসব কথা বলেন তিনি। এ মুহূর্তে পানির গন্ধ দূর করা একটি চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তাকসিম এ খান।
এমএমএ/
