গুলশানে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

রাজধানীর গুলশান এলাকায় সড়কদ্বীপ পিকআপভ্যানের ধাক্কায় আব্দুল লতিফ নামের এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (৪ এপ্রিল) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল লতিফ (৪৮), কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বিশ্বনাথপুর গ্রামে মফিজ উদ্দিনের ছেলে। স্ত্রী-সন্তান নিয়ে তিনি রাজধানীর গুলশান নর্দা এলাকায় বসবাস করতেন।
নিহতের স্বজন জানান, ভোরবেলায় কারওয়ান বাজার থেকে কাঁচামাল নিয়ে পিকআপভ্যানে করে নর্দা যাচ্ছিলেন। পথে গুলশান-২-এর ৯২ নম্বর সড়কে তার পিকাটটি সড়কদ্বীপ ধাক্কা দিলে গুরুতর আহত হন আব্দুল লতিফ। পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লতিফকে উদ্ধার করে তার স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
কেএফ/
