রামপুরায় কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত

রাজধানীর রামপুরা এলাকায় কাভার্ডভ্যান ধাক্কায় সাদমান সাকিব নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ এপ্রিল) ভোর সারে ৫টার দিকে রামপুরা টিভি সেন্টারের সামনের এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদমান সাকিব (৩১), বগুড়া সদর উপজেলার জহুরুল হকের ছেলে। তিনি রাজধানীর খিলক্ষেত লেক সিটিতে বসবাস করতেনএবং আফতাব নগরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন ভূঁইয়া জানান, নাইট শিফ্ট শেষে অফিস থেকে বাসায় ফেরার পথে ভোর সাড়ে ৫টার দিকে রামপুরা টিভি সেন্টারের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি কাভার্ডভ্যান সাদমানকে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত পান তিনি। কাভার্ডভ্যান চালক গুরুতর আহত সাদমান সাকিবকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই আরও জানান, কাভার্ডভ্যান চালক সজিবকে আটক করা হয়েছে। এবং কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এএইচ/কেএফ/
