গ্যাস সংকট দিয়ে রমজান শুরু, শঙ্কা বিদ্যুৎ নিয়েও

গ্যাস সংকট দিয়ে রমজান শুরু হয়েছে রাজধানীবাসীর। রমজানের প্রথম দিনেই (৩ এপ্রিল) রাজধানীর অনেক এলাকায় গ্যাস ছিল না। অনেক এলাকায় গ্যাস থাকলেও চাপ ছিল খুব কম। এ ছাড়া বিদ্যুৎ সরবরাহেও বিঘ্ন ঘটতে পারে।
রবিবার (৩ এপ্রিল) দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিবিয়ানা গ্যাসক্ষেত্রে জরুরি মেরামতের কারণে বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্প চাপ থাকতে পারে। অভিজ্ঞ প্রকৌশলীরা কাজ করছেন। দ্রুততম সময়ে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশরা করা হচ্ছে।
এরপর সন্ধ্যায় আরেকটি বিজ্ঞপ্তি দিয়ে মন্ত্রণালয় জানায়, বিবিয়ানা গ্যাস ক্ষেত্রের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য গ্যাস সরবরাহে ঘাটতিজনিত কারণে কিছু কিছু বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনে বিঘ্ন ঘটছে। ফলে কোনো কোনো এলাকায় সাময়িকভাবে সরবরাহ ব্যাহত হতে পারে।
জানা যায়, দেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্রে বিবিয়ানার ছয়টি কূপ বন্ধ। সংকট কাটাতে ১০ এপ্রিল পর্যন্ত সময় লাগবে।
রাজধানীর ঢাকার মোহাম্মদপুর, লালমাটিয়া, রায়েরবাজার, ধানমন্ডি, শংকর, কাঁঠালবাগান, কালাবাগান, রামপুরা, ওয়ারী, মগবাজার, বনশ্রী, গোপীবাগ, মিরপুর, ইস্কাটনসহ আরও কিছু এলাকায় রবিবার গ্যাস সংকট ছিল রবিবার।
আরইউ/এমএমএ/
